'শীতের রাতে গাড়িতে সেক্স করার মজাই আলাদা...', দিল্লির সাম্প্রতিক কনসার্টে এহেন মন্তব্যে করে বিতর্কের শিরোনামে নাম লিখিয়েছেন হানি সিং (Honey Singh)। অশালীন মন্তব্যের জেরে বর্তমানে বেধড়ক ট্রোলের মুখে পড়তে হচ্ছে গায়ক-ব়্যাপরকে। কেউ বুড়োর ভিমরতি বলে কটাক্ষ করছেন তো কেউ বা আবার 'পেডো' বলে তোপ দেগেছেন! লাগাতার আক্রমণের মুখে পড়ে এবার ড্যামেজ কন্ট্রোল করতে নিজেই মাঠে নামলেন হানি সিং। কিন্তু ক্ষমা চাইলেও চিঁড়ে ভেজেনি, বরং বিষয়টা ধামা চাপা দিতে গিয়ে গায়ক যা মন্তব্য করলেন, তাতে আরও বিতর্ক উসকে দিয়েছেন।
সম্প্রতি নানকু এবং করুণের দিল্লি কনসার্ট থেকে বলিউড ব়্যাপারের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেই এই হাড়কাঁপানো শীতে শ্রোতা-অনুরাগীদের গাড়িতে সঙ্গমের পরামর্শ দিতে শোনা গিয়েছে তাঁকে। ভাইরাল ওই ভিডিওতে অশ্রাব্য গালিগালাজ সহকারে হানি সিংকে বলতে শোনা যায়, "উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গমের মজাই আলাদা। তবে বন্ধুরা প্লিজ, কন্ডোম ব্যবহার করবেন। নিরাপদে থাকবেন।" এহেন মন্তব্য ভাইরাল হওয়ার পরই সোশাল পাড়ায় ছিছিক্কার পড়ে গিয়েছে! আলোচনা, সমালোচনারও অন্ত নেই! বিতর্কের মুখে পড়ে এবার হানি সিং বলছেন, যৌন বিশেষজ্ঞদের পরামর্শেই গাড়িতে সঙ্গমের নিদান দিয়েছিলেন, আর সেই মন্তব্যই যেন চলতি বিতর্কযজ্ঞে আরও ঘৃতাহূতি করেছে। ঠিক কী বলেছেন হানি সিং?
বলিউডের 'দেশি কালাকার'-এর মন্তব্য, অনিরাপদ যৌনতার কারণে অনেক তরুণ-তরুণীই বর্তমানে যৌনরোগে ভুগছেন, আর তাই জেন জি'দের ভাষায় তাঁদের যৌনসুরক্ষামূলক বার্তা দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভুলভাবে বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে। হানি সিং বলছেন, "শোয়ের আগে জনা কয়েক যৌন বিশেষজ্ঞদের সঙ্গে আমার কথা হয়েছিল। তাঁরা প্রত্যেকেই আমাকে কনসার্টে 'সেফ সেক্স'-এর বার্তা দেওয়ার কথা বলেছিলেন। সেই প্রেক্ষিতেই তরুণ প্রজন্মের ভাষায় আমি বিষয়টি বোঝাতে গিয়েছিলাম। যেন কেউ অসুরক্ষিত যৌনতায় জড়িয়ে ভুল না করে। সঙ্গমের সময়ে যেন কন্ডোম ব্যবহার করে। আমি ভেবেছিলাম এই প্রজন্ম যেভাবে ওটিটি কন্টেন্ট এবং সিনেমা দেখে, তাই সেরকম ভাষায় কথা বললে হয়তো তারা আরও ভালোভাবে বুঝবে। কিন্তু আমার ভাষা অনেকের কাছেই খুব খারাপ ঠেকেছে। যাঁদের খারাপ লেগেছে, তাঁদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।" এখানেই অবশ্য থামেননি হানি সিং।
গায়ক-ব়্যাপারের সংযোজন, "কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। আসলে মানুষ মাত্রই তো ভুল করে! তবে ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়, সেদিকে খেয়াল রাখব। কথা বলার সময়ে কাকে বলছি, কেন বলছি, সেসব বিচার করে আমার ভাষার উপর নিয়ন্ত্রণ রাখব। আরও সচেতন হব।" কিন্তু ক্ষমা চাইতে গিয়ে হানি যে ডাক্তারের পরামর্শের কথা উল্লেখ করেছেন, তাতেই নিন্দুকদের একাংশের প্রশ্ন, 'ডাক্তাররা কি শীতের রাতেই গাড়িতে সেক্স করার পরামর্শ দিচ্ছেন?' কেউ বা মনে করিয়ে দিলেন, 'সচেতনতার পাঠ দেওয়ার ক্ষেত্রে ভাষা সংযত হওয়া প্রয়োজন ছিল।' এহেন নানা কটুক্তি, ট্রোল-মিমের শিকার বর্তমানে হানি সিং।
