shono
Advertisement
Hrithik Roshan-Zarine Khan

প্রাক্তন শাশুড়ির স্মরণসভায় আবেগপ্রবণ হৃতিক, কাঁদলেন সুজানও

৭ নভেম্বর মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 11:30 AM Nov 12, 2025Updated: 11:30 AM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ নভেম্বর মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী তথা জারিন খান। প্রয়াত অভিনেত্রীকে শেষ দেখা দেখতে পৌঁছেছিলেন বলিউডের বিশিষ্টজনেরা। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত হল জারিন খানের স্মরণসভা। প্রাক্তন শাশুড়ির স্মরণসভায় যোগ দিয়েছিলেন হৃতিকও। রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

Advertisement

জারিন খানের স্মরণসভায় হৃতিক তাঁর সঙ্গে 'প্রাক্তন শাশুড়িমা'র সম্পর্ক ঠিক কেমন ছিল তা নিয়ে বলেন। এককথায় স্মৃতির পাতায় ডুব দেন হৃতিক। বলেন, 'জারিন খান ছিলেন পরিবারের হৃদয়।' হৃতিক ছাড়াও এদিন প্রয়াত অভিনেত্রীর স্মরণসভায় যোগ দিয়েছিলেন সইফ আলি খান, জীতেন্দ্র, রাকেশ রোশন প্রমুখ। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই স্মরণসভারই একটি ভিডিও। যা সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন জারিনকন্যা ফারাহ। ভিডিও পোষ্ট করে ফারাহ লিখেছেন, ' সারা দুনিয়ার কাছে তিনি জারিন সঞ্জয় খান হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আমার কাছে তিনি শুধু আমার মা। আমার পৃথিবী। তাঁর কাছে সকলের গুরুত্ব সমান ছিল।' সবাইকে সমান চোখে দেখতেন তিনি। আমরা তাঁর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।' মাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। মায়ের স্মরণসভায় বিভিন্ন ব্যক্তিত্বের মুখে মায়ের স্মৃতিচারণা শুনে রীতিমতো কেঁদে ভাসান তিনি। পাশে ছিলেন ভাই জায়েদ খানও।

 

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রবাদপ্রতিম অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী জারিন খান। মাকে হারিয়ে ভেঙে পড়েছেন সুজান। প্রাক্তন স্ত্রীর জীবনের এমন অঘটনে পাশে দাঁড়িয়েছেন হৃতিক নিজে। অভিনেত্রীর মৃত্যুর খবর পেয়েই প্রেমিকা সাবা আজাদকে নিয়ে পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন শ্বশুরবাড়িতে ছুটে গিয়েছিলেন হৃতিক। এবার জারিন খানের স্মরণসভাতেও যোগ দিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জারিন খানের স্মরণসভায় হৃতিক তাঁর সঙ্গে 'প্রাক্তন শাশুড়িমা'র সম্পর্ক ঠিক কেমন ছিল তা নিয়ে বলেন।
  • এককথায় স্মৃতির পাতায় ডুব দেন হৃতিক। বলেন, 'জারিন খান ছিলেন পরিবারের হৃদয়।'
  • হৃতিক ছাড়াও এদিন প্রয়াত অভিনেত্রীর স্মরণসভায় যোগ দিয়েছিলেন সইফ আলি খান, জীতেন্দ্র, রাকেশ রোশন।
Advertisement