shono
Advertisement
Shah Rukh Khan

যুবভারতীতে ভাঙচুর! 'মেসি ডামাডোলে' বাড়ল শাহরুখ খানের নিরাপত্তা

বিশৃঙ্খলার মাঝেই কড়া নিরাপত্তাবলয়ে মুড়ে শহর ছাড়লেন শাহরুখ খান।
Published By: Sandipta BhanjaPosted: 12:57 PM Dec 13, 2025Updated: 01:10 PM Dec 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসির কলকাতা সফর ঘিরে 'উত্তপ্ত' শীতের তিলোত্তমা! শনিবার ভোররাত থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিংহদুয়ারের সামনে ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে মেসি ভক্ত। উপলক্ষ্য একটাই। 'মেসিয়ানা'তে মেতে ওঠা। কিন্তু হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও 'ফুটবলের রাজপুত্র'কে দেখতে পাওয়ার সুযোগ পেলেন না অগণিত অনুরাগী। আর সেই রাগে-ক্ষোভে-দুঃখে ময়দানে আছড়ে পড়লেন বিক্ষুব্ধ জনতা। সব মিলিয়ে যুবভারতী একেবারে রণক্ষেত্র! এমতাবস্থায় নিরাপত্তা বাড়ানো হল শাহরুখ খানের।

Advertisement

শুক্রবার মাঝরাতে শহর কলকাতায় ছেলে অ্যাব্রামকে নিয়ে পা রাখেন কিং খান। কথা ছিল, মেসির কলকাতা সফরের পুরোভাগে দেখা যাবে বলিউডের বাদশাকেও। কিন্তু হোটেল থেকে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তি উন্মোচনের পরই মেসি যখন যুবভারতীতে পা রাখলেন, তার কিছুক্ষণ বাদেই গোটা দৃশ্য বদলে গেল চোখের সামনে। ঈশ্বরকে দেখতে না পাওয়ার ক্ষোভে উন্মত্ত হয়ে পড়ে দর্শকাসনে বসে থাকা জনতা। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। কান্নাভেজা চোখে তাঁদের অভিযোগ, কারি কারি টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে কাছ থেকে দেখার স্বপ্ন অধরা রয়ে গেল। এমতাবস্থায় শাহরুখ কিংবা অ্যাব্রামকে যুবভারতীতে দেখা যায়নি। সূত্রের খবর, মাঠে বিশৃঙ্খলার সৃষ্টি হতেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে কিং খানকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসা হয়। সেখান থেকেই সোজা মুম্বইয়ের উদ্দেশে রওনা হলেন তিনি।

ভার্চুয়ালি মূর্তি উন্মোচনের পর মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত শাহরুখপুত্র অ্যাব্রাম খান।

প্রসঙ্গত, শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছন মেসি। কিন্তু আয়োজক-সহ অন্যান্যদের ভিড়ে এবং ছবির বায়নাক্কায় কার্যত ঢাকা পড়ে যান মেসি। হাসিমুখে গ্যালারির উদ্দেশে হাত নাড়লেও সেটা দেখতে পাননি দর্শক। কারণ কিংবদন্তি ফুটবলারকে ঘিরে রেখেছিল অন্তত ৫০জনের ভিড়। এদিকে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভের আঁচ করতে পেরেই সম্ভবত নির্ধারিত সময়ের আগে তাঁকে মাঠ থেকে বের করে নেন আয়োজকরা। তার পর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারেননি ভক্তরা। কেউ মাঠে বোতল ছুঁড়ে, কেউ বা চেয়ার-ব্যারিকেড ভেঙে, পোস্টার পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করা শুরু করেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement