shono
Advertisement
Circuit Bench Jalpaiguri

১৭ জানুয়ারি উদ্বোধন সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের, থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Published By: Kousik SinhaPosted: 03:13 PM Dec 13, 2025Updated: 03:13 PM Dec 13, 2025

শান্তুনু কর, জলপাইগুড়ি: কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হতে চলেছে জলপাইগুড়িতে। আগামী ১৭ জানুয়ারি অর্থাৎ শনিবার আনুষ্ঠানিক এই উদ্বোধন হবে। আজ শনিবার স্থায়ী ভবনের প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক। প্রস্তুতির পাশাপাশি জলপাইগুড়ি জেলা প্রশাসনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিচারপতি।

Advertisement

জানা গিয়েছে, স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ দেশের অন্তত ছ'টি হাই কোর্টের প্রধান বিচারপতিরা। শুধু তাই নয়, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য এবং দেশের একাধিক অতিথি।

স্থায়ী ভবনের প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক।

গত ২০১৯ সালে জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চে চালু হয়। দীর্ঘদিন স্টেশন রোডে অস্থায়ী ভবনে বিচার প্রক্রিয়া চলছিল। স্থানীয় ভবনের কাজ শুরু হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। প্রায় চল্লিশ একর জমির উপর তৈরি হয় এই স্থায়ী ভবন। দফায় দফায় স্থায়ী ভবনের প্রস্তুতি খতিয়ে দেখা হয়।

জানা গিয়েছে, প্রস্তুতি একেবারে শেষ লগ্নে। তা খতিয়ে দেখতেই আজ শনিবার জলপাইগুড়ি যান বিচারপতি দেবাংশু বসাক। কলকাতা হাই কোর্টের প্রটোকল কমিটির প্রধান দায়িত্বে রয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। সেই অনুযায়ীই আগামী ১৭ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হতে চলেছে জলপাইগুড়িতে।
  • আগামী ১৭ জানুয়ারি অর্থাৎ বুধবার আনুষ্ঠানিক এই উদ্বোধন হবে।
Advertisement