shono
Advertisement
Subhashree Ganguly

'বাংলা সিনেমার দায়িত্ব শুভশ্রীর কাঁধে...', 'গৃহপ্রবেশ' রিলিজের আগে বড় ইঙ্গিত ইন্দ্রদীপের

শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বড় সার্টিফিকেট পরিচালকের। কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 09:32 AM Jun 10, 2025Updated: 09:32 AM Jun 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ, সংসার-সন্তান সমান্তরালভাবে সবদিক ব্যালেন্স করছেন 'সুপারমম' শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর ঝুলিতেও বর্তমানে ডাকসাইটে সব ছবির চরিত্র। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে', অন্যদিকে 'রায়বাঘিনী ভবশঙ্করী', দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্রে দেখা যাবে তাঁকে। 'পরিণীতা'র পর থেকেই ছক ভেঙে একের পর এক সিনেমা, সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বা আবার বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী। এদিকে চলতি সপ্তাহেই মুক্তির আলো দেখতে চলেছে তাঁর 'গৃহপ্রবেশ'। আর সেই ছবি রিলিজের আগেই অভিনেত্রীকে বড় সার্টিফিকেট দিলেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

Advertisement

সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে নটী বিনোদিনীর ভূমিকায় চমক দিয়েছেন শুভশ্রী। 'গৃহপ্রবেশ'-এর ট্রেলারেও তাঁর পারফরম্যান্সের ঝলক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক, অনুরাগীরা। শুভশ্রীর বিগত দেড় দশকের ফিল্মি কেরিয়ারে ফ্লপের সংখ্যাও তেমন নেই বললেও অত্যুক্তি হয় না। কমার্শিয়াল ছবিতে দেব-জিতের সঙ্গে জুটি বেঁধে যেমন হিট সিনেমা উপহার দিয়েছেন, তেমনই আবার ছক ভেঙে দেবালয় ভট্টাচার্যের 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ দক্ষ অভিনেত্রীর পরিচয় দিয়েছেন। সেই তালিকায় অবশ্য 'বিসমিল্লাহ', 'ধর্মযুদ্ধ', 'সন্তান', 'হাবজি গাবজি'র মতো ছবিও রয়েছে। প্রতিবার কখনও বিরোহিনী প্রেমিকার ভূমিকায়, কখনও অন্তঃসত্ত্বা স্ত্রী আবার কখনও বা মায়ের চরিত্রে, সব ভূমিকাতেই সমানভাবে লড়ে যাওয়া শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে এবার বড় ইঙ্গিত দিলেন 'গৃহপ্রবেশ' পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

ছবির মিউজিক লঞ্চের দিন ইন্দ্রদীপ বলেন, "শুভশ্রী এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ওঁর কাঁধে কিন্তু বাংলা সিনেমার দায়িত্ব চাপতে চলেছে। এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ওঁকে খুব ঠান্ডা মাথায় এই দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে হবে অনেকটা সময় ধরে।" পরিচালকের কথায় সায় দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। আর শুভশ্রী কী বলছেন? পরিচালকের মুখে নিজের প্রশংসা শুনে অভিনেত্রী তখন লাজে রাঙা। করজোরে আশীর্বাদ প্রার্থনা করেছেন সকলের কাছ থেকে। প্রসঙ্গত, চিরাচরিত কাস্টিংয়ের নিয়ম ভেঙে টালিগঞ্জের পরিচালকেরা আজকাল নতুন জুটির দিকে ঝুঁকছেন। তাতে ছবি ঘিরে যেমন অভিনবত্ব তৈরি হচ্ছে, সঙ্গে বাড়ছে দর্শকদের কৌতূহলও। আর সেই পরিচালকেরাই শুভশ্রীতে ভরসা রাখছেন। উল্লেখ্য, সুচিত্রা সেন পরবর্তী অধ্যায়ে ঋতুপর্ণা সেনগুপ্ত এখনও দাপটের সঙ্গে কাজ করছেন। বাংলা ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয় করছেন। গত একদশক ধরে কোয়েল মল্লিকও কমার্শিয়াল সিনেমার পাশাপাশি ছক ভেঙে ভিন্ন স্বাদের চরিত্রে ধরা দিয়েছেন। টলিপাড়ার বর্তমান অভিনেত্রীদের মধ্যে শুভশ্রীও যে ইতিমধ্যেই সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে, ইন্দ্রদীপের মন্তব্য সেকথাতেই সিলমোহর দিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাজ, সংসার-সন্তান সমান্তরালভাবে সবদিক ব্যালেন্স করছেন 'সুপারমম' শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
  • চলতি সপ্তাহেই মুক্তির আলো দেখতে চলেছে তাঁর 'গৃহপ্রবেশ'।
  • আর সেই ছবি রিলিজের আগেই অভিনেত্রীকে বড় সার্টিফিকেট দিলেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
Advertisement