সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুয়েক আগে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'অর্ধাঙ্গিনী'। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল এই ছবি। তখন থেকেই শুরু হয়েছিল অপেক্ষা। এমনিতেই পরিচালক কৌশিকের আলাদা একটা বক্স অফিস আছে।সেই সঙ্গেই 'অর্ধাঙ্গিনী'কে নিয়ে রয়েছে বাড়তি প্রত্যাশাও। রবিবাসরীয় সকালে সোশাল মিডিয়ায় পরিচালকের একটি পোস্ট ঘিরে আচমকাই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি 'অর্ধাঙ্গিনী-২' আসছে?
কী পোস্ট করেছেন কৌশিক? সকাল সকাল তাঁর সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন পরিচালক । সেখানে দেখা যাচ্ছে একটা শাড়ি আর তার উপরে রাখা দুটি ঘড়ি, সঙ্গে আংটি, গলার হার, হাতের একটি বালা আর রয়েছে রয়েছে শাঁখা, পলা, নোয়া বাঁধানোর মতো সমস্ত এয়ো চিহ্ন। আর ক্যাপশনে লেখা "দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিল… তবু… কেমন যেন আলাদা আলাদা সব!"। আর এই ক্যাপশন থেকেই শুরু জল্পনা।
তাহলে কি 'অর্ধাঙ্গিনী-২'? কারণ ২০২৩ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'অর্ধাঙ্গিনী' ছবির বিখ্যাত একটি গানের লাইন এটি। এখান থেকেই যেন মিলেছে তাঁর নতুন ছবির ইঙ্গিত। তবে কিছুই পরিষ্কার করেননি পরিচালক এই বিষয়ে। অনেকেই সেই পোস্টে কমেন্ট করেছেন 'তাহলে কি অর্ধাঙ্গিনী-২'? আবার অনেকেই লিখেছেন 'কেন এই ছবিটার জন্য এতোদিন অপেক্ষা করালেন?' আবার সরাসরি নতুন ছবির কাজ শুরু হওয়া সম্পর্কেও জানতে চেয়েছেন অনেকে।
২০২৩ সালে মুক্তি পায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'অর্ধাঙ্গিনী'। এই ছবিতেই প্রথম স্ক্রিন শেয়ার করেন জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। একজন বর্তমান স্ত্রী আরেকজন প্রাক্তন। এই ছবির একটা বড় অংশ জুড়ে শুধু রয়েছে বিবাহবিচ্ছেদ আর সম্পর্কের টানাপোড়েন। মূলত দুই নারীর জীবনের গল্পই তুলে ধরা হয়েছিল এই ছবিতে। চূর্ণী ও জয়ার বিপরীতে দেখা গিয়েছিল কৌশিক সেনকে। আর সেই মানুষটার সঙ্গেই ঘটনাপ্রবাহে এক সুতোয় বাঁধা পড়েছিলেন চূর্ণী ও জয়া দুজনেই। শুধু সময়টা ছিল আলাদা। ২০১৯ সালে পুজোর পর শুরু হয়ছিল 'অর্ধাঙ্গিনী' ছবির শুটিং। অতিমারির দুঃসময় কাটিয়ে সেই ছবি মুক্তি পায় ২০২৩ সালে। এবার সেই ছবির সিকুয়েলই কি তৈরি হতে চলেছে? সেই কৌতূহল উসকে দিয়ে ফের দর্শককে অপেক্ষায় রাখলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
