shono
Advertisement
Shobhita Dhulipala Naga Chaitanya

বিয়ের ৫ মাসেই অন্তঃসত্ত্বা শোভিতা! সামান্থাকে ভুলে প্রথমবার বাবা হওয়ার অপেক্ষায় নাগা চৈতন্য?

মা হচ্ছেন শোভিতা ধুলিপালা?
Published By: Sandipta BhanjaPosted: 04:59 PM May 03, 2025Updated: 04:59 PM May 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মাসেই নাগা চৈতন্যর সঙ্গে সাতপাকে বাধা পড়েছেন শোভিতা ধুলিপালা। মাঝেমধ্যেই সুখের ঘরকন্নার ঝলক দেখিয়ে তারকাদম্পতি চর্চার শিরোনামে বিরাজ করেন। নাগা-সামান্থার একদশকের সম্পর্ক ছিন্ন হওয়ায় শোভিতাকেও কম কটাক্ষের শিকার হতে হয়নি। এবার গুঞ্জন, নাগা-শোভিতা নাকি জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন মা-বাবা হিসেবে।

Advertisement

সদ্য পয়লা মে মুম্বইয়ে আয়োজিত ওয়েভস সামিটে শামিল হয়েছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। আর সেখান থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার সূত্রপাত। অনুষ্ঠানে শোভিতা ঢিলেঢালা পোশাক পরেছিলেন। আর সেটা দেখেই একাংশের অনুমান, তিনি নাকি মা হতে চলেছেন। শুধু তাই নয়, শোভিতা ছবিৃভিডিও দেখেও দর্শক অনুরাগীদের একাংশের দাবি, বর্তমানে বেশিরভাগ সময়েই ঢিলে পোশাক পরেন তিনি। তাই বিগত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন, মা-বাব হতে চলেছেন শোভিতা-নাগা। এমন আবহেই ওয়েভস সামিটে অভিনেত্রীকে দেখে সেই জল্পনাযজ্ঞে ঘ়ৃতাহূতি পরে। বেবিবাম্প ঢাকতেই নাকি ভারী শাড়ির আঁচলের আশ্রয় নিয়েছিলেন তিনি। যদিও, দম্পতি নিজে থেকে কোনও বিবৃতি দেননি। তবে খুব শিগগিরিই বাবা-মা হওয়ার সুখবর শোনাতে চলেছেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। এদিকে ঘনিষ্ঠ সূত্র এমন জল্পনা উড়িয়ে জানিয়েছে, এরকম কোনও সুখবর আপাতত নেই। শুধুমাত্র স্টাইলিংয়ের জন্যই ঢিলেঢালা পোশাক পরেন শোভিতা।

দীর্ঘদিনের প্রেমিকা দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে করেও সংসার সুখের হয়নি নাগার। তাঁকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। সামান্থার সঙ্গে ঘর করাকালীনই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। ২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেইসময়ে হায়দরাবাদে 'মাঙ্কিম্যান' সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। তার পর আক্কিনেনি পরিবারের সম্মতিতে এক হয় চার হাত।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্য পয়লা মে মুম্বইয়ে আয়োজিত ওয়েভস সামিটে শামিল হয়েছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।
  • আর সেখান থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার সূত্রপাত।
Advertisement