shono
Advertisement
Aamir Khan

হোলিতে প্রেক্ষাগৃহে আমির জাদু! ফের মুক্তি পাচ্ছে 'মিস্টার পারফেকশনিস্টে'র কোন কোন ছবি?

আমিরকে 'সিনেমার জাদুকর' বলে উল্লেখ করে জাভেদ আখতার চলচ্চিত্র উৎসবের কথা ঘোষণা করেন।
Published By: Sayani SenPosted: 07:10 PM Mar 09, 2025Updated: 07:10 PM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মিস্টার পারফেকশনিস্ট। তাঁর এক একটি ছবি দর্শক মনে ঝড় তুলেছে। যদিও গত আট বছরের কেরিয়ারের গ্রাফ বেশি নিম্নমুখী। তবে হোলির মরশুমে প্রেক্ষাগৃহে বসে আমির জাদুতে আরও একবার মুগ্ধ হতে পারেন আপনি। কারণ, ৬০তম জন্মদিনে তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তি পেতে চলেছে সিনেমাহলে। রবিবার আমির খানের পাশে দাঁড়িয়ে জাভেদ আখতার একথা জানান।

Advertisement

গত প্রায় ৩ দশক ধরে বলিউডে তাঁর অবদান অসামান্য। তাই আমিরকে 'সিনেমার জাদুকর' হিসাবে উল্লেখ করেন জাভেদ আখতার। তাঁর ৬০তম জন্মদিনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত পিভিআর আইনক্স প্রেক্ষাগৃহগুলিতে দেখা যাবে আমির খানের ছবি। বিশেষ চলচ্চিত্র উৎসবের নাম দেওয়া হয়েছে 'আমির খান: সিনেমা কা জাদুগর'। যে ছবিগুলি দেখা যাবে সেগুলি হল: 'লগন', 'থ্রি ইডিয়টস','দঙ্গল', 'হাম হ্যায় রহি প্যায়ার কা', 'রাজা হিন্দুস্তানি', 'গজনি', 'আকেলে হাম আকেলে তুম', 'আন্দাজ আপনা আপনা', 'পিকে', 'ধুম ৩', 'রং দে বাসন্তী', 'গুলম', 'ক্যায়ামত সে ক্যায়ামত তক', 'সিক্রেট সুপারস্টার', 'লাল সিং চাড্ডা', 'তারে জামিন পর', 'সারফারোজ', 'যো জিতা ওহি সিকন্দর', 'তালাশ', 'ফানা', 'দিল চাহাতা হ্যায়', 'দিল'।

শেষ ৮ বছরে ‘হিট’-এর মুখ দেখেননি আমির খান। যে দুটো সিনেমার আশায় বুক বেঁধেছিলেন, কোমর বেঁধে কসরত করেছিলেন, সেই দুটো ছবি সেভাবে ব্যবসা করতে পারেনি। বহু পরিশ্রমের ফসল ‘ঠাগস অফ হিন্দোস্তান’ দিয়ে ডুবেছিলেন। ‘লাল সিং চাড্ডা’ও ফেরাতে পারেনি তাঁর কপাল। তারপর থেকেই যেন খানিকটা মুষড়ে পড়েছেন আমির খান। বর্তমানে লাইমলাইটের আড়ালেই থাকতে পছন্দ করেন। এক অনুষ্ঠানে আমির অকপটেই স্বীকার করেছিলেন, ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ায় অবসাদে ভুগতে শুরু করেন। তাঁর ৬০তম জন্মদিনে বিশেষ উদ্যোগে খুশি আমির অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হোলিতে প্রেক্ষাগৃহে আমির জাদু!
  • ফের মুক্তি পাচ্ছে 'মিস্টার পারফেকশনিস্টে'র
  • আমিরকে 'সিনেমার জাদুকর' হিসাবে উল্লেখ করে জাভেদ আখতার অনুষ্ঠানের কথা বলেন।
Advertisement