সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে কলকাতা এবং শান্তিনিকেতনে এসে নতুন সিনেমার শুটিং করেছিলেন কাজল। রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক ছবি। সোমবার সেই পৌরাণিক কাহিনি ভিত্তিক সিনেমার মোশন পোস্টার প্রকাশ্যে এল। যা দেখে থর-হরি কম্প পরিস্থিতি দর্শক, অনুরাগীদের।

গতবছর মার্চ মাসে টানা বেশ কয়েকদিন বাংলায় এসে কাটিয়ে গিয়েছিলেন কাজল। উপলক্ষ্য 'মা' সিনেমার শুটিং। পরিচালনায় বিশাল ফুরিয়া। যিনি এর আগে নুসরত বরুচাকে নিয়ে 'ছোড়ি'র মতো গা ছমছমে ভুতুড়ে সিনেমা উপহার দিয়েছিলেন। তার পরিচালনাতেই 'মা' ছবিতে কাজ করেছেন কাজল। যেখানে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে। সোমবার সেই সিনেমা মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে কাজলকে দেখা যাবে মায়ের ভূমিকায়। সর্বশক্তি দিয়ে যে কিনা নিজের মেয়েকে এক অতিপ্রাকৃতিক শক্তি থেকে বাঁচানোর জন্য লড়াই করছে। পোস্টারে তেমন ভূমিকাতেই দেখা গেল কাজলকে। সেই ঝলকেই বলা হয়েছে, "যেখানে নরক থাকবে, সেখানে দেবীর অস্তিত্বও রয়েছে। যুদ্ধ শুরু।" 'মা' ছবিতে অশুভ শক্তির সঙ্গে লড়তে দেখা যাবে কাজলকে। মেয়ের প্রাণ বাঁচাতে এক মায়ের লড়াই কতটা কঠিন হতে পারে? সেই গল্পই বলবে এই ভৌতিক সিনেমা।
কবে মুক্তি পাবে এই ছবি? 'মা'-এর মোশন পোস্টার শেয়ার করে কাজল জানালেন, ২০২৫ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে আসছে। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় মুক্তি পাবে কাজলের ছবি। পরিচালক সমু মুখোপাধ্য়ায় ও তনুজার মেয়ে কাজল (Kajol)। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এখনও দুর্গাপুজোয় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ। বাংলার সঙ্গেও তাঁর অদ্ভুত নাড়ির টান। মা ছবির বাংলা ভার্সনে তাঁকে কেমন লাগবে দেখতে? নজর থাকবে সেদিকে।