shono
Advertisement
Kanchan Mullick Sreemoyee Chattoraj

অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে কৃষভির মুখেভাত, প্রথমবার মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

প্রকাশ্যে কাঞ্চনকন্যার প্রথম ছবি।
Published By: Sandipta BhanjaPosted: 03:02 PM Apr 30, 2025Updated: 03:21 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে কার মতো হয়েছে ছোট্ট কৃষভিকে? মা শ্রীময়ীর মতো, নাকি কাঞ্চনের মতো? মাস ছয়েক ধরে কৌতূহলের অন্ত নেই! মা-বাবা আগেই ঠিক করেছিলেন যে মেয়ের মুখেভাত দিয়ে তবেই ছবি প্রকাশ্যে আনবেন। যেমন কথা তেমন কাজ। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মেয়ে কৃষভির অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পন্ন করে তবেই কৃষভি মল্লিকের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী।

Advertisement

বুধবার, কলকাতার ইসকন মন্দিরে ঠাকুরের ভোগ খেয়ে 'মুখেভাত' হল কৃষভির। খুদের পরনে টুকটুকে লাল বেনারসি জামা। মাথায় মুকুট আর লাল চেলি। সোনার গয়নায় সুসজ্জিত দেখা গেল ছোট্ট কৃ়ষভিকে। রং-মিলান্ত পোশাকে শশব্যস্ত দেখা গেল মা-বাবা কাঞ্চন-শ্রীময়ীকে। মুখে মিষ্টান্ন নিতে গিয়ে কেঁদে ফেলায় সামাল দিলেন অভিনেত্রী। মেয়ের অন্নপ্রাশন যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে মন্দিরেই করবেন, সেকথা আগেই জানিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে সেই ইচ্ছে সুসম্পন্ন হল। উপস্থিত ছিলেন তারকাদম্পতির দুই পরিবারের সদস্যরা। অন্নপ্রাশন উপলক্ষে মেয়েকে সোনার চিক উপহার দিয়েছেন কাঞ্চন। আর মা শ্রীময়ী গড়িয়ে দিয়েছেন রুপোর গয়না। 

কাঞ্চন-শ্রীময়ীর কন্যা কৃষভির মুখেভাত (ছবি- ব্রতীন কুণ্ডু)

কাঞ্চন-শ্রীময়ী, ঈশ্বরে বিশ্বাসী দুজনেই। কন্যাসন্তান জন্মের পরই হাসপাতালে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক বলেছিলেন, "সবই মায়ের আশীর্বাদ।" শুভ দিনে ঘরে নতুন সদস্যের আগমন, এ যেন একেবারে ঈশ্বরের বরদান। তাই কৃষ্ণভক্ত মা-বাবা মেয়ের নামও রেখেছেন- ‘কৃষভি’। দোল পূর্ণিমায় শ্রীময়ী চট্টরাজ প্রথমবার বুঝতে পেরেছিলেন মা হতে চলেছেন। আর অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রীময়ী ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। যেন অন্নপূর্ণা! তারকাদম্পতি কৃষ্ণভক্ত হওয়ায় সাধ করে মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’।

একরত্তিকে নিয়ে মল্লিক বাড়িতে বর্তমানে আনন্দের আবেশ। নিত্যদিন নতুন জামা পরছে সে। আর কেউ কোলে নিলেই ঠেলে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে। দেখতে যেমন বাবার মতো, তেমনই নাকি স্বভাবও কাঞ্চনের মতোই। শ্রীময়ীর কথায়, বড্ড ছটফটে। গায়ের রং গোলাপি। তাই বাবা আদর করে কখনও টম্যাটো আবার কখনও বা সোনামা বলে ডাকে। আর রাতভর মেয়ের জন্য জেগে থেকেও সকালে কাজে বেরতে কোনও ক্লান্তি নেই কাঞ্চনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মেয়ে কৃষভির অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পন্ন করে তবেই কৃষভি মল্লিকের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী।
  • বুধবার, কলকাতার ইসকন মন্দিরে ঠাকুরের ভোগ খেয়ে 'মুখেভাত' হল কৃষভির।
  • খুদের পরনে টুকটুকে লাল বেনারসি জামা।
Advertisement