shono
Advertisement
Kangana Ranaut

'কালো চশমা পরে ক্ষতি দেখতে পাবেন?', বিপর্যস্ত হিমাচলে গিয়েও কটাক্ষের শিকার সেলেব সাংসদ কঙ্গনা

সোশাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন তিনি।
Published By: Sayani SenPosted: 08:51 PM Jul 06, 2025Updated: 08:51 PM Jul 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েকের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে মাণ্ডির তারকা সাংসদ কঙ্গনা রানাউত। সোশাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গোটা পরিস্থিতির কথা জানাবেন বলেই জানান অভিনেত্রী। তবে সাজপোশাক দেখে নেটপাড়ার অনেকেই কটাক্ষ করছেন তাঁকে।

Advertisement

কঙ্গনা লেখেন, "আজ আমি বিপর্যস্ত মাণ্ডি লোকসভার কারসোগ বিধানসভার নানা এলাকায় গিয়েছিলাম। সানারলি, কুট্টি এবং মেঘলিতে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত। প্রাণহানি, বাসস্থানের ক্ষতি দেখে আমি স্তম্ভিত। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রধানমন্ত্রীকে দেব। যতটা সম্ভব ক্ষতিগ্রস্তদের সহযোগিতার চেষ্টা করব।"

সিরাজ বিধানসভা এলাকাও পরিদর্শন করেন সেলেব সাংসদ। ছবি শেয়ার করে দুঃখপ্রকাশ করেন তিনি। বিপর্যস্তদের পাশে থাকার আশ্বাস দেন অভিনেত্রী-সাংসদ।

তবে হিমাচল প্রদেশ পরিদর্শনের পরেও কটাক্ষ পিছু ছাড়ে না কঙ্গনার। নেটিজেনরা তাঁকে খোঁচা দিতে ব্যস্ত। যেখানে মানুষ প্রায় সব হারিয়ে ফেলেছেন, সেখানে তারকা সাংসদ গিয়েছেন ঠিকই। তবে যতটা সাজগোজ করে গিয়েছেন তা উচিত কিনা সে প্রশ্ন করেছেন অনেকেই। ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শনের সময় কঙ্গনার চোখে ছিল সানগ্লাস। তাই কারও কারও প্রশ্ন, "কালো চশমায় চোখ ঢেকে সত্যি কি ক্ষতি দেখা সম্ভব?" বলে রাখা ভালো, রাজনীতিতে তারকাদের উপস্থিতিতে অবশ্য নতুন নয়। সাধারণ মানুষের ভোটে জিতে আসা সেই তারকা রাজনীতিকরা সাধারণ মানুষের জন্য ঠিক কতটা কাজ করেন, তা নিয়ে তর্কের কোনও শেষ নেই। কঙ্গনার ক্ষেত্রে সে প্রশ্নই ওঠে বারবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনকয়েকের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে মাণ্ডির তারকা সাংসদ কঙ্গনা রানাউত।
  • সোশাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন তিনি।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গোটা পরিস্থিতির কথা জানাবেন বলেই জানান অভিনেত্রী।
Advertisement