shono
Advertisement
Kangana Ranaut

'মাত্র ৬০-৭০ দিন হাজিরা দিলেই হবে', এই মর্মেই কি সাংসদ হতে রাজি হয়েছিলেন কঙ্গনা?

'অবিলম্বে পদত্যাগ করুন', কঙ্গনাকে তোপ মন্ত্রী জগৎ সিং নেগির।
Published By: Arani BhattacharyaPosted: 01:55 PM Jul 12, 2025Updated: 01:59 PM Jul 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ হওয়ার এক বছরের মধ্যেই রাজনীতি নিয়ে মোহভঙ্গ হয়েছে কঙ্গনার। একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন মান্ডির সাংসদ। একের পর এক সাক্ষাৎকারে কঙ্গনা রাজনীতিতে আসার পর তাঁর নানা অসুবিধার দিকগুলি তুলে ধরছেন। এবার আরো এক বিস্ফোরক মন্তব্য করলেন রাজনীতি নিয়ে নেত্রী তথা অভিনেত্রী কঙ্গনা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, "আমি একেবারেই আশা করিনি এই কাজটা এত কঠিন হবে। যখন আমার কাছে সাংসদ হওয়ার প্রস্তাব আসে তখন আমাকে বলা হয়েছিল যে বছরে মাত্র ৬০-৭০ দিন কাজ করলেই হবে। এরপর বাকি দিনগুলোয় নিজের কাজ করা যাবে। আমি সেটাই হবে বলে ধারণা করেছিলাম।" শুধু তাই নয় হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ হওয়ার পর উন্নয়নের কাজে কীভাবে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন কঙ্গনা তাও খোলসা করেছেন। তিনি বলেছেন "প্রায়শই সাধারণ মানুষ এমন সমস্ত সমস্যা নিয়ে আসেন যে সমস্যার সমাধান আমাদের কাছে থাকে না সবসময়। আমরা হলাম রাজ্য ও কেন্দ্রের মধ্যে সংযোগস্থাপনকারী মাধ্যম। তা বলে আমরা সব সমস্যার সমাধান দিতে পারি না। সবকিছু আমাদের হাতে থাকে না"।  শুধু তাই নয় এ দায়িত্ব পাওয়ার পর থেকে মাত্র একটিই ছবি মুক্তি পেয়েছে কঙ্গনার, তা হল 'ইমারজেন্সি'। যদিও সেই ছবির বেশিরভাগ কাজই হয়ে গিয়েছিল গতবছরের জুলাইয়ের আগেই। যদিও বি টাউনে কান পাতলে শোনা যাচ্ছে এবার নাকি হলিউডেও অভিষেক ঘটবে কঙ্গনা খুব শিগগিরি।

কঙ্গনার একের পর এক বিস্ফোরক মন্তব্যের পর এবার তাঁর সমালোচনায় মুখর হিমাচল প্রদেশের উদ্যানপালন মন্ত্রী জগৎ সিং নেগি। করা ভাষায় তিনি বলেছেন, "কঙ্গনা রানাওয়াত যদি তাঁর সাংসদ পদ নিয়ে এত অসন্তুষ্ট হন তাহলে তাঁর উচিত অবলম্বে পদত্যাগ করা।" বন্যাবিধ্বস্ত মান্ডির বিভিন্ন জায়গা পরিদর্শনের সময়ই কঙ্গনাকে নিয়ে এই মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, " ত্রাণ ও দুর্যোগ কবলিত অঞ্চলের সুরক্ষা নিয়ে রাজ্য সরকারকেই কাজ করতে হবে। এক্ষেত্রে রাজ্য কেন্দ্রের সহায়তা চাইতে পারে।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কঙ্গনা বলেন, "আমি একেবারেই আশা করিনি এই কাজটা এত কঠিন হবে। যখন আমার কাছে সাংসদ হওয়ার প্রস্তাব আসে তখন আমাকে বলা হয়েছিল যে বছরে মাত্র ৬০-৭০ দিন কাজ করলেই হবে।
  • দায়িত্ব পাওয়ার পর থেকে মাত্র একটিই ছবি মুক্তি পেয়েছে কঙ্গনার, তা হল 'ইমারজেন্সি'। যদিও বি টাউনে কান পাতলে শোনা যাচ্ছে এবার নাকি হলিউডেও অভিষেক ঘটবে কঙ্গনা খুব শিগগিরি।
  • কঙ্গনার একের পর এক বিস্ফোরক মন্তব্যের পর এবার তাঁর সমালোচনায় মুখর হিমাচল প্রদেশের মন্ত্রী জগৎ সিং নেগি।
Advertisement