সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল' শো ঘিরে যেমন চর্চা, তেমনই বিতর্ক বরাবর। বলিউড তারকাদের হাঁড়ির খবর বের করতে সঞ্চালক কপিল শর্মার জুড়ি মেলা ভার! সাংসারিক দ্বন্দ্ব থেকে প্রেম-ভালোবাসা, বিচ্ছেদ… রসিকতার মোড়কেই তারকাদের অন্দরমহলের মুচমুচে গসিপ নিয়ে চর্চা হয় এই নেটফ্লিক্সের শোয়ে। বিগত দেড় দশকে কপিলও তারকাদের 'নয়নমণি' হয়ে উঠেছেন। মেগাবাজেট সিনেমা মানেই কপিলের কমেডি শোয়ে তারকাদের প্রচার মাস্ট! কিন্তু এই শোয়ের জন্যেই প্রতি পর্ব পিছু কত টাকা পারিশ্রমিক নেন অভিনেতা-সঞ্চালক? জানলে চক্ষু চড়কগাছ হবে!
বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রতিটা পর্বের জন্য ৫ কোটি টাকা নেন কপিল শর্মা। উপরন্তু তিনি আবার এখন অভিনেতাও। দুটো সিনেমা করে ফেলেছেন। বলিউডে পা রাখার জেরেই কি নিজেকে এতটা 'দামি সঞ্চালক' হিসেবে পরিচয় করাতে চাইছেন কপিল? উঠেছে প্রশ্ন। একবার খোদ অক্ষয় কুমারও এবিষয়ে তাঁকে খোঁটা দিয়েছিলেন! কপিলের ব্যাঙ্গাত্মকবাণে বিরক্ত হয়ে পালটা খিলাড়ি তাঁকে বলেন, "নেটফ্লিক্সে তিন-তিনটে সিজন করে ফেললি। এর আগে সোনিতে তোর শো চলত। তার আগে কালার্স টিভিতে। আর এখন তো দুটো সিনেমায় অভিনয়ও করছিস। তাছাড়া রেস্তরাঁও খুলে ফেলেছিস আর ওখানে তোর এত কামাই যে গুলিও চলেছে সম্প্রতি।" তবে কপিলের যা পারিশ্রমিক এতে দুটো বিগবাজেট বাংলা সিনেমা হয়ে যাওয়ার কথা।
২০০৭ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ জিতে ইন্ডাস্ট্রিতে আসেন কপিল শর্মা। এরপর একে একে ‘কমেডি নাইটস উইদ কপিল, ‘দ্য কপিল শর্মা শো’-এর হাত ধরে দর্শকের দরবারে আসেন কপিল। তাঁর পরিচিতি একটু একটু করে বাড়ে। জনপ্রিয় হয়ে ওঠেন ধীরে ধীরে। আর এখন এই শোয়ের জনপ্রিয়তা গোটা বিশ্বে।
