shono
Advertisement

৬ কোটির গাড়ি ফেলে সাইকেলে মজে কার্তিক, নেটপাড়া বলছে, ‘আদিখ্যেতা’! তারপর?

মোক্ষম জবাবে কী বললেন বলিউড অভিনেতা?
Posted: 08:11 PM Mar 16, 2024Updated: 08:11 PM Mar 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ কোটির গাড়ি ফেলে সাইকেল রাইডে মজে কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। শনিবার ভরদুপুরে অভিনেতা সাইক্লিংয়ের ভিডিও দিতেই নেটপাড়ার নীতিপুলিশেরা অতি আগ্রহ নিয়ে ছেঁকে ধরলেন! কেউ কেউ আবার ট্রোল করার সুযোগও হাতছাড়া করলেন না। তবে কার্তিক কিন্তু ছেড়ে কথা বললেন না! মোক্ষম জবাবও ছুঁড়লেন।

Advertisement

এদিন সোশাল মিডিয়ায় সাইকেল চালানোর ভিডিও পোস্ট করেছিলেন কার্তিক আরিয়ান। সেখানেই দেখা গেল অভিনেতার মিলিয়ন ডলারের চওড়া হাসি। পরনে স্যান্ডো গেঞ্জি। চোখে রোদচশমা। ফুরফুরে মেজাজে সাইকেল চালাচ্ছেন কার্তিক আরিয়ান। আর সপ্তাহান্তে ছুটির দিনে সাইকেল নিয়ে বেরিয়ে এতটাই খুশি তিনি যে ক্যাপশনেও ফলাও করে লিখে ফেলেছেন- “ভাবছি, এবার থেকে সাইকেল নিয়েই সেটে চলে যাব।”

[আরও পড়ুন: শক্তির আরাধনা করেই ভোট প্রচারের শুরু রচনার, ১০৮ জবার মালায় ডাকাত কালীকে পুজো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement