shono
Advertisement
Kartik Aaryan

'কার্তিককে চিনি না' লিখেও ডিলিট, 'রুহ বাবা'র সঙ্গে ফের প্রেম গুঞ্জন উসকে কী করলেন করিনা?

ঠিক কী করেছে সে?
Published By: Arani BhattacharyaPosted: 02:25 PM Jan 07, 2026Updated: 04:37 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় এই মুহূর্তে 'হট কেক' কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও করিনা কুবিলিওতের (Karina Kubiliute) প্রেম চর্চা। গোয়ার সমুদ্রসৈকতে কার সঙ্গে সময় কাটাচ্ছেন কার্তিক আরিয়ান তা জানার জন্য উদগ্রীব নেটপাড়া প্রায় দুয়ে দুয়ে চার করে ফেলেছিল। কিন্তু যার সঙ্গে কার্তিককে নিয়ে এই চর্চা সেই করিনা মঙ্গলবার নানা বিতর্কের পর সপাটে নিজের ইনস্টাগ্রামের বায়োতে জানায় যে সে কার্তিক আরিয়ানকে চেনে না, তাঁর প্রেমিকাও সে নয়। এখানেই জল্পনার অবসান ঘটতে পারত। কিন্তু তা হয়নি। নেটপাড়ায় গ্রিস সুন্দরীর পরবর্তী পদক্ষেপ ফের জল্পনা উসকে দিয়েছে। ঠিক কী করেছে সে?

Advertisement

মঙ্গলবার 'কার্তিককে চিনি না। আমি ওর গার্লফ্রেন্ড নই', মঙ্গলবার এমনটা নিজের ইনস্টাগ্রামে লেখার পর আচমকাই তা ডিলিট করে দেয় করিনা। শুধু তাই নয়, করিনার বিভিন্ন পোস্টে নেটিজেনরা যেভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেম নিয়ে, তা এড়াতে কমেন্ট সেকশনও বন্ধ করেছে সে। যা নতুনভাবে জল্পনা উসকে দিয়েছে। কেন প্রেমের কথা অস্বীকার করেও তা নিজের ইনস্টাগ্রাম থেকে সরাল করিনা, সেই প্রশ্নও উঠছে। এদিকে কার্তিক-করিনাকে নিয়ে নানা জল্পনা দানা বাঁধতেই তরুণীকে আনফলো করেছেন বলিউডের 'রুহ বাবা'ও। কিন্তু এত সহজে কি আর তারকার প্রেম নিয়ে কৌতূহল কমে সাধারণের? এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।

উল্লেখ্য, এর আগে অনন্যা পাণ্ডে ও শ্রীলীলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কার্তিক আরিয়ান। সেই সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। এবার তাঁর নাম জড়াল গ্রিসের বাসিন্দা করিনার সঙ্গে। জল্পনার শুরুয়াত কার্তিকের ছুটি কাটানোর ছবি সোশাল মিডিয়ায় আসার পর। গোয়ার সৈকতে রিল্যাক্স মুডে বসে একটি ছবি শেয়ার করেছিলেন কার্তিক আরিয়ান। অভিনেতার ফ্রেমে দেখা যায়, ধু-ধু করা বালুচরের মাঝে আরাম কেদারায় বসে রয়েছেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই নেটপাড়ায় ফাঁস হয় এক রহস্যময়ীর ছবি। আর সেখানেই নাকি কার্তিকের ছবির সঙ্গে সাযুজ্য খুঁজে পান নেটবাসিন্দারা। সেখান থেকেই শুরু হয় কার্তিকের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার 'কার্তিককে চিনি না। আমি ওর গার্লফ্রেন্ড নই', মঙ্গলবার এমনটা নিজের ইনস্টাগ্রামে লেখার পর আচমকাই তা ডিলিট করে দেয় করিনা।
  • কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেম নিয়ে, তা এড়াতে কমেন্ট সেকশনও বন্ধ করেছে সে। যা নতুনভাবে জল্পনা উসকে দিয়েছে।
  • কেন প্রেমের কথা অস্বীকার করেও তা নিজের ইনস্টাগ্রাম থেকে সরাল করিনা, সেই প্রশ্নও উঠছে।
Advertisement