সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত নভেম্বর মাসে মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সেলেবদম্পতি। সদ্যোজাতকে নিয়েও অনুরাগীমহলে কৌতূহলের অন্ত নেই। কার মতো দেখতে হল 'বেবি কৌশল'কে? জানার অপেক্ষায় যখন ভক্তদের চাতকপাখির দশা, তখন নতুন বছরে গোড়াতেই ছেলের প্রথম ছবি ফাঁস করলেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ। শুধু তাই নয়, একরত্তির নাম ঘোষণা করে সকলের সঙ্গে পরিচয়ও করিয়ে দিলেন সুপারস্টার মা-বাবা।
বুধবার সোশাল মিডিয়ায় ভিকি-ক্যাটরিনা যে ছবি পোস্ট করেছেন, তাতে মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে গেল। দাবানল গতিতে ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা গেল, মা-বাবার হাতের মাঝে রাখা 'বেবি কৌশলে'র নরম তুলতুলে হাত। যেন এক নিশ্চিন্ত আশ্রয়। ক্যাপশনে লেখা- "আমাদের আলোকরশ্মি বিহান কৌশল।" আর সেই ছোট্ট ঝলক দেখেই বলিপাড়ার মামা-মাসিরা ভালোবাসায় ভরিয়ে দিলেন খুদে বিহানকে। ছেলের সঙ্গে পরিচয় করিয়ে তারকাদম্পতির মন্তব্য, "ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন। জীবন বড়ই সুন্দর। এক নিমেষেই যেন আমাদের পৃথিবীটা বদলে গেল। কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়েছি।" প্যারেন্টহুডের স্বাদ যে চেটেপুটে উপভোগ করছেন তাঁরা, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে ‘বেবি কৌশলে’র জন্মছক কষে বড় ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর।
জ্যোতিষ মতে, রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে ভিকি-ক্যাটরিনার সন্তান। এই নক্ষত্র সমৃদ্ধির প্রতীক। রোহিনী নক্ষত্রজাতরা আকর্ষণীয় ব্যক্তিত্ব, সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার অধিকারী হন। শুধু তাই নয়, স্বাধীনচেতা মনোভাব এবং সৃজনশীলতার সুবাদেই এঁরা জনপ্রিয়তা লাভ করেন। এই নক্ষত্রে জন্মগ্রহণকারীদের শিল্পকলার প্রতি ঝোঁক বেশি থাকে। লেখালেখি, আঁকা, ফাইন আর্টস এবং যে কোনওরকম সৃজনশীল কাজকে পেশা হিসেবে বেছে নিলে জীবনে অনেক দূর এগোতে পারে। বলিউডের ‘সেলেব জ্যোতিষে’র ভবিষ্যদ্বাণী ফিল্মি পরিবারে জন্মগ্রহণ করায় এই পুত্রসন্তানও ভবিষ্যতে জনপ্রিয়তা লাভ করবে। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ দুজনেই বলিউডের প্রথম সারির তারকা। সেক্ষেত্রে ভবিষ্যতে তাঁদের সন্তানও সিনে-পেশাকে বেছে নিলে দারুণ জনপ্রিয়তা লাভ করবে। আর জন্মতারিখ দেখে তেমন যোগই দেখতে পাচ্ছেন জ্যোতিষী।
