সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অবলম্বনে সিনেমা তৈরির কথা বছর চারেক আগেই ঘোষণা করেছিলেন করণ জোহর। বৃহস্পতিবার সেই সিনেমার ট্রেলার প্রকাশ্যে নিয়ে এসে ভারতের কাছে ব্রিটিশ সরকারের ক্ষমা চাওয়ার দাবি রাখলেন প্রযোজক। করণ মনে করিয়ে দিলেন শতবর্ষ পেরলেও কেউ অফিশিয়ালি ক্ষমা চায়নি ভারতের কাছে এই ন্যক্কারজনক ঘটনার জন্য।
করণ মনে করিয়ে দিলেন, "১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে আমাদের দেশের বহু মানুষের প্রাণ হারিয়েছেন। তখনও সংবাদপত্রে লেখালেখি হয়েছিল। আজও সেটা কম প্রাসঙ্গিক নয়। আমাদের কাছে সেই ১৩ এপ্রিল 'খুনি বৈশাখী' নামেই পরিচিত এখনও। ওই হত্যাকাণ্ডের পর নতুন বছর উপলক্ষে গোটা দেশ সেইবার আনন্দ উদযাপন করেনি। আজও সেই গণহত্যা আমাদের কাছে ভীষণ যন্ত্রণাদায়ক। সেই কষ্ট আমরা ভুলিনি। সেদিনের পর থেকে প্রতিটা ১৩ এপ্রিল আমাদের দেশবাসীর কাছে 'অভিশপ্ত'। বুকে যন্ত্রণা নিয়ে জালিয়ানওয়ালাবাগের স্মৃতিচারণ করে গোটা দেশ। আমরা যে ছবিটা তৈরি করেছি সেটা কিন্তু খুব আনন্দের সঙ্গে বানাইনি। না দুঃখ করার মতো কোনও অবকাশ পেয়েছি। আমাদের 'কেশরী চ্যাপ্টার ২' তৈরি হয়েছে মনের অন্দরে জ্বলতে থাকা ক্ষোভের আগুনে। কারণ এহেন ঘৃণ্য ঘটনার কোনও সদুত্তর আমরা বছরের পর বছর ধরে পাইনি।"
এরপরই করণ জোহরের সংযোজন, "ব্রিটেনের কেউ কখনও অফিশিয়ালি আজ পর্যন্ত ভারতের কাছে ক্ষমাও চায়নি। এবার এই ছবির মাধ্যমে আমরা সেই দাবিই রাখলাম ব্রিটিশ সরকারের কাছে। সেইজন্যই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাদের স্মরণ করে এই এপ্রিল মাসে 'কেশরী চ্যাপ্টার ২' রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেই ক্ষত এখনও ভুলিনি আমরা। এই ছবিটি কোনও শ্রদ্ধাঞ্জলি নয়, এমন একটি সিনেমা, যেখানে শঙ্করণ নায়ারের সাহসী চরিত্রের মাধ্যমে আমরা ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চাওয়ার দাবি রাখছি", তিনি আরও বলেন।"
প্রসঙ্গত, ব্রিটেন কখনও আনুষ্ঠানিকভাবে এই গণহত্যার জন্য ক্ষমা চায়নি, তবে ২০১৯ সালে 'গভীর অনুশোচনা' প্রকাশ করেছিলেন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শতবর্ষে জারি করা এক বিবৃতিতে এই ঘটনাকে 'দুঃখজনক উদাহরণ' বলে অভিহিত করেন তিনি। অতীতে জালিয়ানওয়ালাবাগ পরিদর্শনের আগে রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছিলেন, "ব্রিটিশ অধীনস্থ ভারতের ইতিহাসের একটি দুঃখজনক ঘটনা এটা। যা ঘটেছে তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। তবে আমি আনন্দিত যে আজ ব্রিটেন-ভারত সম্পর্ক সর্বক্ষেত্রে পোক্ত। প্রবাসী ভারতীয়রা ব্রিটিশ সমাজে বিরাট অবদান রাখেন।" তবে মুখে দুঃখপ্রকাশ করলেও অফিশিয়ালি ভারতের কাছে ক্ষমা চাওয়া হয়নি, সেপ্রসঙ্গই বৃহস্পতিবার 'কেশরী চ্যাপ্টার ২'-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে মনে করিয়ে দিলেন প্রযোজক করণ জোহর।