সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালিরা উৎসব-অনুষ্ঠান প্রেমী। সিনেপার্বণের জন্য সারা বছর মুখিয়ে থাকেন ফিল্মোৎসবের জন্য। এবছর সেই অপেক্ষার অবসান। পয়লা দিন থেকেই সিনেপ্রেমীদের ভিড়ে জমজমাট সিনেমার পীঠস্থান নন্দন-সহ একাধিক প্রেক্ষাগৃহ। শনিবার ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে 'দ্য ওয়াইল্ড বাঞ্চ', 'অরণ্যের দিনরাত্রি', 'অযান্ত্রিক' থেকে বেদব্রত পাইনের 'দেজা ভ্যু'র মতো একগুচ্ছ আঞ্চলিক ভাষার পাশাপাশি আন্তর্জাতিক সিনেমা দেখতে ভিড় জমিয়েছিলেন সিনেপ্রেমীরা। ৯ নভেম্বর, রবিবার তৃতীয় দিনের চমক হিসেবে কোন প্রেক্ষাগৃহে, কোন ছবিগুলো থাকছে? ঝটপট জেনে নিন।
নন্দন ১-এ সকাল ১১টায় ক্লাসিক হলিউড 'ব্লু ভেলভেট' দেখানো হবে। এখানেই বিকেল ৪.৩০টেয় থাকছে ফ্রান্সের সিনেমা 'দ্য স্ট্রেঞ্জার'। নন্দন ২-তে সকাল ১১টায় দেখতে পারেন হুইসপার্স অফ দ্য মাউন্টেন, দুপুর দেড়টায় 'হোয়াইট স্নো' আর বিকেল ৪টেয় রয়েছে 'যোজনগন্ধা'। বিকেল ৫টায় নন্দন ৩-তে বিকেল ৫টায় দেখানো হবে আধঘণ্টার শর্টফিল্ম 'দ্য এলিফেন্ট হেভেন' এবং 'যাত্রা পালা, দ্য ইকোস অফ অ্যান ওপেন স্টেজ'।
শিশির মঞ্চে সন্ধে ৬.৩০টায় ১৩ মিনিটের শর্টফিল্ম 'রিভারবেড অফ ড্রায়েড পেটালস' থাকছে। এছাড়াও এখানে 'দ্য সাইলেন্ট পারফর্মার', 'অপার্থিব' শর্টফিল্ম দেখতে পারেন। এবার আসা যাক রবীন্দ্র সদনে। দুপুর দেড়টায় রয়েছে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি 'জয় বাবা ফেলুনাথ'। সন্ধে ৬.৩০টায় বেঙ্গলি প্যানোরমায় প্রদর্শিত হবে চন্দ্রাশিস রায় পরিচালিত 'পড়শি'।
নজরুল তীর্থ ১-এ রবিবার ছুটির দিনে দুপুর ১.৩০টায় দেখে আসুন প্রদীপ্ত ভট্টাচার্যের 'নধরের ভেলা'। এখানেই বিকেল ৪টেয় লেবানিজ ফিল্ম 'টেলস অফ দ্য আউন্ডেড ল্যান্ড' দেখুন। আপনি পরিবেশপ্রেমী হলে রাত ৯টায় নবীনা সিনেমাহলে দেখতে পারেন ফ্রান্সের ছবি 'বাম্বি: আ টেল অফ লাইফ ইন দ্য উডস'। তৃতীয় দিনে সন্ধে ৬.৩০টায় রাধা স্টুডিওতে দেখতে পারেন অরুণ রায় পরিচালিত বাংলা ছবি 'বাঘাযতীন'।
রবীন্দ্র ওকাকুরা ভবনে সন্ধে ৬.৩০-এ দেখানো হবে এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ডের ছবি 'চপিন: আ সোনাটা ইন প্যারিস'। নজরুল তীর্থ ২-তে দুপুর ২টোয় একাত্তর সালের ছবি 'বদনাম বসতি'। এখানেই বিকেল ৫টায় দেখুন রেশমি মিত্র পরিচালিত শিশির ভাদুড়ির জীবনীচিত্র 'বড়বাবু'। যে ছবি এবার IFFI-তেও নির্বাচিত হয়েছে।
