shono
Advertisement
Kriti-Ranveer

'যখন আমরা সেরা অভিনয় করব তখন একসঙ্গে কাজ করব' কৃতিকে কেন এমন বলেছিলেন রণবীর?

"আমার এই জায়গায় আসতে ৮বছর সময় লেগেছে", বললেন কৃতি।
Published By: Arani BhattacharyaPosted: 12:07 PM Jul 20, 2025Updated: 12:24 PM Jul 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফারহান আখতারের 'ডন ৩' ছবিতে এবার দেখা যাবে রণবীর সিং ও কৃতি স্যাননকে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় কান পাতলে সেই গুঞ্জন শোনা যাচ্ছে। আশা করা যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারি মাসে বড়পর্দায় আসতে চলেছে এই ছবি। আর এসবের মাঝেই ফের ভাইরাল হয়েছে এক অ্যাওয়ার্ড সেরিমনিতে কৃতির পুরনো এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে এক রণবীর ও কৃতি দু'জনকে কবে পর্দায় দেখা যাবে সেপ্রসঙ্গে কৃতিকে ভক্তদের প্রশ্ন করতে। ার সেই প্রশ্নের উত্তরে কৃতির বলা কথাগুলি ফের মন্ত্রমুগ্ধের মতো শুনছেন নেটিজেনরা। 

Advertisement

ওই অ্যাওয়ার্ড সেরিমনিতে 'মিমি' ছবি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কৃতি। বলেন, "কোনও ছেলে বা মেয়েকে ক্রমাগত যখন বলা হয় 'এত বড় স্বপ্ন দেখ না। স্বপ্ন সবসময় পূরণ হয় না।' বা যখন বলা হয় যোগাযোগ ছাড়া এখানে কিচ্ছু হবে না।' এর মানে এই নয় যে তুমি কিছু পারবে না। এক্ষেত্রে হয়তোএকটু বেশি সময় লাগবে। কিন্তু তুমি নিজে একদিন পারবে। আমার এই জায়গায় আসতে ৮বছর সময় লেগেছে।"

কৃতি আরও বলেন, "রণবীর সিং আমাকে বলেছিল যেদিন আমি এবং তুমি দু'জনেই সেরা অভিনেতা-অভিনেত্রী হয়ে উঠব সেদিন আমরা একসঙ্গে কাজ করব।" অবশেষে তা সত্যি হতে চলেছে। প্রথমবার কৃতি ও রণবীর এবার একসঙ্গে কাজ করতে চলেছেন পর্দায়। 'ডন ৩' ছবিতে দেখা যাবে তাঁদের। যদিও এর আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল কিয়ারা আডবানির। অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে ছবি থেকে সরে দাঁড়ান কিয়ারা। এরপর থেকেই গুঞ্জন শোনা গিয়েছিল যে ওই চরিত্রে কিয়ারার বদলে অভিনয় করবেন কৃতি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফারহান আখতারের 'ডন ৩' ছবিতে এবার দেখা যাবে রণবীর সিং ও কৃতি স্যাননকে।
  • ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় কান পাতলে সেই গুঞ্জন শোনা যাচ্ছে। আশা করা যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারি মাসে বড়পর্দায় আসতে চলেছে এই ছবি।
  • পুরনো এক ভিডিওতে দেখা যাচ্ছে এক অ্যাওয়ার্ড সেরিমনিতে তাঁদের দু'জনকে কবে পর্দায় দেখা যাবে সেপ্রসঙ্গে কৃতিকে ভক্তদের প্রশ্ন করতে।
Advertisement