সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে মারাত্মক কটাক্ষের শিকার হতে হয়েছিল মধুমিতা সরকারকে (Madhumita Sarcar)। নেটপাড়ার একাংশ তো বটেই এমনকী সিনেজগতের 'সতীর্থ' ঋদ্ধি সেনের তোপের মুখেও পড়তে হয় অভিনেত্রীকে। আসলে, ভারতবর্ষ বানানটাই ভুল লিখেছিলেন মধুমিতা। সেই প্রেক্ষিতেই রে রে করে ওঠে নেটপাড়া! তবে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) বিশেষ বার্তা দিলেন মধুমিতা।
এক ভিডিও বার্তায় মধুমিতাকে বলতে শোনা গেল, "বাংলা ভাষা আমার ভাষা। সবচেয়ে মিষ্টি ভাষা। সকলকে জানাই ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। আজ বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক গান। আর হ্যাঁ, বাংলাতেই হোক প্রেম।" গতবছর স্বাধীনতা দিবসে তাঁর 'ভুল বানানের' পোস্টের কথা ভুলে অভিনেত্রীকে পালটা শুভেচ্ছা জানালেন তাঁর অনুরাগীরাও। ভিডিওতে কোনওরকম 'জগাখিচুড়ি ভাষা' নয়, বরং একেবারে গোটা গোটা অক্ষরে বাংলাতেই মাতৃভাষার জয়গান গাইলেন মধুমিতা সরকার।
গতবছর স্বাধীনতা দিবসে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন টলিউডের মিষ্টি অভিনেত্রী। বাংলায় লেখা সেই পোস্টে বেশ কয়েকটা বানান ভুল ধরে নেটাপাড়া। নজর এড়ায়নি ঋদ্ধি সেনেরও। অভিনেত্রী লিখেছিলেন "স্বাধীনতা দিবেস একটি প্রার্থণা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে", (অপরিবর্তিত)। মধুমিতা সরকারের সেই পোস্টের ছবি শেয়ার করে ঋদ্ধি লিখেছেন, "তাঁর স্বাধীনতা 'দিবেস'? ভারতবর্ষ বানান লিখতে জানে? ঘেন্না ধরে গেল। ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গেছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্যে থেকে। রক্তে মাখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ ৭৮তম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা যাচ্ছে না। যে রাজ্যে এক ডাক্তারের সাদা পোশাক ভেসে গেলো রক্তে সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে।" সেই জল গড়িয়েছিল অনেক দূর। মধুমিতা তাঁর প্রিয় 'রেশমি আন্টির' কথা বলতেই ঋদ্ধি পোস্ট ডিলিট করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন অভিনেত্রীর কাছ থেকে। সেসব এখন অতীত। এবার ভাষা দিবসে বিশেষ বার্তা এল সেই মধুমিতার তরফেই।
