সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের 'ধকধক গার্ল'। আজও তাঁর ক্যারিশ্মা একইভাবে দর্শক-অনুরাগীদের মনে ঝড় তোলে। তিনি আর কেউ নন, স্বয়ং মাধুরী দীক্ষিত। তিনি যখন কেরিয়ারের মধ্যগগনে। বলিউডকে উপহার দিচ্ছেন একের পর এক হিট ছবি। তাঁকে তখন টেক্কা দেয় কার সাধ্যি? কিন্তু কেরিয়ারের শীর্ষে থেকেও অনায়াসেই ছেড়ে দিয়েছিলেন সাধের অভিনয়। সংসার পেতেছিলেন সূদুর আমেরিকায়, পেশায় চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে।
অনায়াসে গ্ল্যামার, কেরিয়ার সবকিছু ছেড়ে আমেরিকায় সংসার করছিলেন স্বামীর সঙ্গে মাধুরী। কোল জুড়ে এসেছে দুই সন্তান। দু'জনের কর্মক্ষেত্র আলাদা হলেও সবটাই মানিয়েগুছিয়ে নিয়েছিলেন তাঁরা। বজায় রেখেছিলেন পারিবারিক ঐতিহ্য। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মা-বাবাকে দেখাশোনা করা বেশ কঠিন হয়ে পড়ছিল মাধুরীর জন্য। এমনকী তাঁদের দু'জনের জন্যই দুই দেশে সমানতালে যাতায়াত চালিয়ে যাওয়াও বেশ কঠিন হচ্ছিল তাই শেষ অবধি ভারতেই পাকাপাকিভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করেন মাধুরী ও নেনে।
ছবি: সোশাল মিডিয়া
১৯৯৯ সালে আমেরিকা নিবাসী ভারতীয়, পেশায় চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মাধুরী। তাঁর বিয়ের খবরে যে এদেশের কত পুরুষ অনুরাগীর মন ভেঙেছিল সে কথা বলাই বাহুল্য। আর তার থেকেও বেশি বোধহয় মন ভেঙেছিল সকলের, যখন মাধুরী বলিউডকে বিদায় জানান। তবে সেসব যে মাধুরীকে খুব বিচলিত করেছিল এমনটা কিন্তু নয়।
