সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় বিচ্ছেদের খবরের ছড়াছড়ি। আর সেই খবরের মাঝেই উঠে এসেছিল অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় ও অরিন্দম চক্রবর্তীর দাম্পত্যকলহের ঘটনা। চার দেওয়ালের মধ্যে বন্দি থাকেনি সেই বিষয়। সোশাল মিডিয়ায় হয়েছিল ভয়ংকর কাদা ছোড়াছুঁড়ি। কিন্তু কথায় বলে সময় সবকিছু ঠিক করে দেয়। আর সেইভাবেই সময়ই আবার কাছে আনল রিয়া ও অরিন্দমকে। সোশাল মিডিয়ায় ফলাও পোস্ট করে সেকথা জানিয়েছেন রিয়া নিজেই। তাও আবার বিবাহবার্ষিকীর মতো শুভদিনে।
এদিন সোশাল মিডিয়ায় রিয়া স্বামী অরিন্দমকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'না, হাত ছেড়ে যেতে পারিনি আর এই জীবনে যাবও না। সাত জনম ধরে একে অপরকে জ্বালাবো আবার আগলেও রাখবো। আজ আমাদের বিয়ের জন্মদিন। ১২ বছর একসঙ্গে পথ চলা। অনেক খারাপ কথা ও অন্যায় করেছি সামাজিকভাবে। প্লিজ ক্ষমা করে দিও। আজকের দিনে এইটুকুই চাওয়া। ভালো থাকো সুস্থ থাকো আর হাতটা শক্ত করে ধরে রেখো। বাকি ঈশ্বর সব সামলে নেবেন। শুভ বিবাহবার্ষিকী পতিদেব। সব কিছু ভুলে নতুন করে পথ চলা শুরু হোক।' নিজেদের জীবনের একটা দামি দিনে অর্থাৎ বিয়ের জন্মদিনেই স্বামী অরিন্দমের উদ্দেশ্যে এমন অনেক কথা লিখলেন রিয়া। সঙ্গে পোস্ট করলেন একগুচ্ছ ছবি। নিজের ভুল স্বীকার করে নিয়ে নতুন পথচলার কথাও জানালেন সবাইকে।
বলে রাখা ভালো, অরিন্দম চক্রবর্তীর দাম্পত্যকলহের পর অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় দুই সন্তানকে নিয়ে আলাদা থাকা শুরু করেছিলেন রিয়া। আইনি পদক্ষেপও করেছিলেন। দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডাও চলেছিল বিস্তর। সোশাল মিডিয়ায় তা নিয়ে মুখর হয়েছিলেন টেলিপর্দার জনপ্রিয় খলনায়িকা। তবে সম্পর্ক যে বড় বালাই। স্বামীর সঙ্গে যতই দূরত্ব তৈরি হোক না কেন শ্বশুরবাড়ির প্রতি দায়িত্বে অবিচল ছিলেন অভিনেত্রী। এবার সমস্ত অতীত ভুলে কাছাকাছি এলেন দু'জন।
