সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই ঘরে নতুন অতিথির আগমনের সুখবর দিয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। তাঁর এই খবর শোনার পর থেকেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগী থেকে বলিউডের একাংশ। এবার মাতৃত্বের দ্বিতীয় জার্নিতে সামনে আসল মারকাটারি লুকে সোনমের আরও এক লুক। যা দেখে মুগ্ধ সকলে।
শুক্রবার, মুম্বইয়ে নীতা আম্বানির 'স্বদেশ'-এর প্রাক-বড়দিনের পার্টিতে কালো শাড়িতে সেজে গিয়েছিলেন সোনম। সোনালী জারদৌসি কাজ করা পাড়ের বেনারসিতে সোনম যেন অপরূপা। চল্লিশের দোরগোরাতে এসেও তাঁর রূপ-লাবণ্য এতটুকু কমেনি। নতুন মাতৃত্বের জার্নিতে সেই জেল্লা যেন আরও বেড়েছে সোনমের। এদিন সোনম সেজেছিলেন বোন রিয়া কাপুরের পরিকল্পনা মতো। ফ্যাশন ডিজাইনার রিয়া কাপুর এদিন সোনমের সাজে কোনও খুঁত রাখেননি। কালো বেনারসি, কালো রঙের ফুলস্লিভ ব্লাউজ, পরিপাটি করে বাঁধা চুল, মানানসই মেকআপ ও গয়নায় দারুন মানিয়েছে এদিন সোনমকে। একইসঙ্গে শাড়ির ফাঁকে সুস্পষ্ট অন্তঃসত্ত্বা সোনমের বেবিবাম্পও।
ভরা শীতে বিয়ে বাড়িতে কীভাবে সাজবেন মনে করলে সোনমের এই সাজ নিশ্চয়ই ফলো করতে পারেন। তবে শুধু সোনম নয়, ফলো করতে পারেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, জেনিলিয়া ডিসুজা, অনন্যা পাণ্ডে কিংবা নীতা আম্বানির সাজও। মেগা অনুষ্ঠানে কীভাবে নজর কাড়লেন তাঁরা? চলুন দেখে নেওয়া যাক।
এদিন ময়ূরকণ্ঠী রঙের বেনারসিতে সেজেছিলেন নীতা আম্বানি। 'স্বদেশ'-এর বড়দিনের পার্টিতে এদিন ভারী কাজের ব্লাউজের সঙ্গে মানানসই নীল রঙের শাড়িতে এদিন সেজেছিলেন নীতা। উল্লেখ্য, নীতার এই প্রতিষ্ঠান মূলত ভারতীয় শিল্পকলা রক্ষায় এক বড় ভূমিকা নিয়েছে। পোশাকের নানা সূক্ষ কারুকাজ ফুটিয়ে তুলতে 'স্বদেশ'-এর জুড়ি মেলা ভার।
এদিনের এই বড়দিনের পার্টিতে বরাবরের মতোই মারকাটারি সাজে সেজে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। নায়িকার সাজ মুগ্ধ হওয়ার মতো। ভারী কাজের ঘের দেওয়া সালোয়ার-ওড়নায় সেজেছিলেন দীপিকা। সঙ্গে লম্বা বিনুনি কপালে টিপ, মানানসই মেকআপ ও গয়নায় দীপিকা যেন অপরূপা।
কমলা রঙের বেনারসি শাড়িতে এদিন রীতিমতো নজর কেড়েছেন অনন্যা পাণ্ডেও। ভারী ও নিখুঁত কাজের ব্লাউজের সঙ্গে কাকাতুয়া কাজ করা শাড়িতে এদিন অনন্যাকে লাগছিল 'অনন্যা'ই।সঙ্গে পরেছিলেন কানে ভারী দুল।
এদিনের পার্টিতে অভিনেতা-স্বামী রীতেশ দেশমুখের সঙ্গে এসেছিলেন অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা। ম্যাজেন্টা গোলাপি রঙের সিফন জর্জেট শাড়িতে জেনেলিয়ার দিক থেকে চোখ ফেরানো দায়। অন্যদিকে রীতেশ পড়েছিল রয়্যাল ব্লু পাঞ্জাবি ও ওভার কোর্ট।
