shono
Advertisement
Salman Khan-Battle of Galwan

শুটিং শেষ সলমনের 'ব্যাটল অফ গালওয়ান' ছবির, বড়পর্দায় কবে শুভমুক্তি?

অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সলমনকে দেখা যাবে কর্নেল বি সন্তোষবাবুর চরিত্রে।
Published By: Arani BhattacharyaPosted: 09:12 PM Dec 06, 2025Updated: 09:12 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে শেষ হল সলমন খানের 'ব্যাটল অফ গালওয়ান' ছবির শুটিং। ৫ ডিসেম্বর ছবির শুটিং শেষ হয়েছে। আর তারপর থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল এই ছবির শুটিং ফ্লোরে তোলা একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে সলমন খান ও চিত্রাঙ্গদা সিংকে একসঙ্গে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সলমনকে দেখা যাবে কর্নেল বি সন্তোষবাবুর চরিত্রে। ২০২০ সালের জুন মাসে ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে বোনা হচ্ছে এই ছবির গল্প। শুটিং শেষে এবার এই ছবির পোস্ট প্রোডাকশনের বিবিধ কাজ শুরু করবে ছবির টিম।

Advertisement

সম্প্রতি শুটিংফ্লোর থেকে সলমন ও চিত্রাঙ্গদার যে ছবির ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তাঁদের দু'জনকেই ভারতীয় সেনার পোশাকে। যা দেখার পর আরও খানিক উন্মাদনার পারিদ চড়েছে ভাইজানের অনুরাগীদের মনে। তবে এই প্রথম নয়, এর আগেও লাদাখের শুটিংয়ের বেশ কিছু নেপথ্য দৃশ্য সামনে এসেছিল। বরফে ঘেরা পাহাড়ের মাঝে অ্যাকশন অবতারে ধরা দিয়ে দেখা গিয়েছিল সলমনকে। লাদাখের বুকে ৪৫ দিনের মাথায় শেষ হয় ছবির শুটিং। পরে এই ছবির দ্বিতীয় অংশের শুটিং হয় মুম্বইতে। ছবির শুটিংয়ে আহতও হন সলমন। তবে মুম্বইয়ে দ্বিতীয় অংশের শুটিং শুরুর আগে বেশ খানিকটা বিরতি নিয়েছেন ভাইজান।

 

২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন সলমন। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। এখন নতুন অবতারে এই ছবিতে ভাইজানকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। আগামী বছরেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২০ সালের জুন মাসে ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে বোনা হচ্ছে এই ছবির গল্প।
  • শুটিং শেষে এবার এই ছবির পোস্ট প্রোডাকশনের বিবিধ কাজ শুরু করবে ছবির টিম।
  • সম্প্রতি শুটিংফ্লোর থেকে সলমন ও চিত্রাঙ্গদার যে ছবির ভাইরাল হয়েছে।
Advertisement