সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মই আসল ধর্ম। পাহাড়ে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' সিনেমার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তবে শরীর খারাপ থাকলেও গোটা টিমের কথা ভেবে কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী। অগত্যা বুকে হল্টার মনিটর বসিয়েই ৪৮ ঘণ্টা শুটিং চালিয়ে যেতে হয় মিমিকে। নন্দিতা-শিবপ্রসাদ প্রযোজিত সিনেমার সেটে ঠিক কী ঘটেছিল?
প্রযোজনা সংস্থা মারফৎ খবর, 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবির শুটিংয়ের সময়ে অভিনেত্রীর রক্তচাপ ওঠানামা করছিল। ফলত শরীরের প্রতি অতিরিক্ত খেয়াল রাখতে হচ্ছিল মিমিকে। কিন্তু কাজ বন্ধ করার উপায় নেই। অগত্যা চিকিৎসকের পরামর্শমাফিক শরীরে হল্টার মনিটর বসিয়েই কাজ করতে হয় মিমি চক্রবর্তীকে। দু' দিন সেভাবেই শুটিং চালান তিনি। তবে শারীরিক অসুস্থতা থাকলেও নায়িকার মুখের হাসি কিন্তু ম্লান হয়নি। প্রযোজনা সংস্থার তরফে ফাঁস করা ভিডিওতেই রসিকতা করে মিমিকে বলতে শোনা গেল, 'আমাদের তো ছুটি নেই!' সদ্য এই সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে। যেখানে সোহম মজুমদারের সঙ্গে তাঁর দুষ্টু-মিষ্টি সমীকরণ ইতিমধ্যেই নজর কেড়েছে। এবার ফাঁস হল ক্যামেরার নেপথ্যে গল্প।
একঝাঁক তারকাকে নিয়ে নতুন বছরের ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। প্রথমটায় বড়দিনে রিলিজ করার কথা ছিল এই সিনেমার। তবে বিগবাজেট, বহু প্রতীক্ষিত একাধিক বাংলা সিনেমার ধাক্কায় মুক্তি পিছোতে হয়েছে নির্মাতাদের। তবে দর্শক-অনুরাগীদের তেমন আক্ষেপের সুযোগ রাখেনি উইন্ডোজ! আর এক মাসের অপেক্ষা মাত্র। তারপরই শীতের শহরে আছড়ে পড়বে একঝাঁক ভূত! তবে শুধু ভয় দেখাতে নয়, সঙ্গে উপরি পাওনা থাকছে দমফাটা হাস্যরস। দেখা গেল, নিমেষে শেষ হয়ে যাচ্ছে মাছের প্লেট! রক্তে ভরা বাথটব। একা একাই গড়িয়ে আসছে খেলনা গাড়ি। এমনকী হোটেলের লন থেকে মাটি ফুঁড়ে উপস্থিতি জানান দিচ্ছে এক কঙ্কাল! ডুয়ার্সের পাহাড়ি হোটেলে এমনই সব হাড়হিম করা অদ্ভূতুড়ে ঘটনার মুখোমুখি হন মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার এবং স্বস্তিকা দত্তরা। তবে পুরোটাই শুটিংয়ের জন্য।
