shono
Advertisement
Saiyaara

সামনে কেবল 'ছাবা'! সাঁই সাঁই করে ছুটছে 'সাইয়ারা'

মাত্র ৯ দিনে মোহিত সুরির রোম্যন্টিক ড্রামা ঢুকে পড়ল ২০০ কোটির ক্লাবে।
Published By: Biswadip DeyPosted: 11:35 AM Jul 27, 2025Updated: 11:35 AM Jul 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাইয়ারা’র সাফল্যের দৌড় অব্যাহত। মোহিত সুরির রোম্যন্টিক ড্রামা ঢুকে পড়ল ২০০ কোটির ক্লাবে। ভারতে এখনও পর্যন্ত ছবির নেট কালেকশন ২১৭ কোটি টাকা। বড়পর্দায় ‘সাইয়ারা’ মুক্তি পেয়েছিল ১৮ই জুলাই। মুক্তির মাত্র ৯ দিনের মধ্যেই এই অনবদ্য সাফল্য ছবিটিকে করে তুলেছে ২০২৫ সালের দ্বিতীয় সবচেয়ে বাণিজ্যসফল ছবি। এবার চোখ ৩০০ কোটির ক্লাবে ঢোকার। ২০২৫ সালের নিরিখে তাদের সামনে কেবল ভিকি কৌশলের 'ছাভা'। সেই ছবিটি অবশ্য ব্যবসা করেছিল ৬০১ কোটি।

Advertisement

গত শুক্রবার ছবিটি ব্যবসা করেছিল ১৮ কোটির। কিন্তু শনিবারই প্রায় পঞ্চাশ শতাংশ লাফ দিয়ে তা উপার্জন করেছে ২৬.৫ কোটি টাকা। গত শনিবারও একই রোজগার করেছিল 'সাইয়ারা'। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের একই রকম ভালোবাসা পাচ্ছে ছবিটি। ছবিটির বাজেট ছিল ৪০-৫০ কোটি টাকা। সেই হিসেবে আর্থিক সাফল্যে তা ব্লকবাস্টার হয়েই গিয়েছে। এতদিন বছরের সবচেয়ে সফল ছবির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অক্ষয় কুমারের 'হাউসফুল ৫'। এবার তাকে তিন নম্বরে পাঠিয়ে দিল অহন পাণ্ডে ও অনীত পাড্ডার ছবি।

মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে 'সাইয়ারা'। ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছে দর্শকদের। ছবিতে অহনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন নবাগত অহন। অন্যদিকে অনীতের অভিনয়ও মন জিতেছে। ছবির প্রশংসায় পঞ্চমুখ খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সোশাল মিডিয়ায় তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'অহন পাণ্ডে ও অনীত পাড্ডা তাঁদের প্রথম ছবিতেই নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন।' সব মিলিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন ইতিহাস সৃষ্টি করছে এই ছবি। শেষপর্যন্ত তা 'ছাভা'র বিপুল সাফল্যকে ছুঁতে পারে কিনা সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘সাইয়ারা’র সাফল্যের দৌড় অব্যাহত।
  • মোহিত সুরির রোম্যন্টিক ড্রামা ঢুকে পড়ল ২০০ কোটির ক্লাবে। ভারতে এখনও পর্যন্ত ছবির নেট কালেকশন ২১৭ কোটি টাকা।
  • মুক্তির মাত্র ৯ দিনের মধ্যেই এই অনবদ্য সাফল্য ছবিটিকে করে তুলেছে ২০২৫ সালের দ্বিতীয় সবচেয়ে বাণিজ্যসফল ছবি।
Advertisement