শম্পালী মৌলিক: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'উমা' ছবি দিয়েই অভিনয়ে হাতখেড়ি করেছিলেন যিশু-নীলাঞ্জনা কন্যা সারা সেনগুপ্ত। জীবনের প্রান্তিক সময় এসে শুধুমাত্র সহজ-সরল শিশুসুলভ ভালোবাসার জোরেই সকলকে একসূত্রে বাঁধা 'উমা' এখন অনেকটাই পরিণত। তবে তার পর থেকে আর পর্দায় তাঁর আবির্ভাব না ঘটলেও সারা সেনগুপ্ত বর্তমানে ফ্যাশন দুনিয়ায় জনপ্রিয় নাম। চুটিয়ে মডেলিং করছেন। এবার খ্যাতনামা ফ্যাশন ম্যাগাজিনের 'কভার গার্ল' হিসেবে ফের একবার লাইমলাইট কেড়ে নিলেন নীলাঞ্জনাকন্যা।
বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় মুখ নিঃসন্দেহে সারা সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বড় মেয়ে ইতিমধ্যেই মডেলিং জগতে নজর কেড়েছেন তাঁর স্টানিং লুক, উপস্থিতি এবং মার্জিত ব্যক্তিত্বের কারণে। একাধিক আইকনিক ফ্যাশন ব্র্যান্ডের শোতেও দেখা গিয়েছে সারাকে। তার জন্যে প্রশংসাও কুড়িয়েছেন বিস্তর। আর কর্মসূত্রেই মা-বোনকে ছেড়ে বর্তমানে তাঁর ঠিকানা সুদূর মায়ানগরীতে। একা হাতেই কাজ-বাড়ি সব সামলাচ্ছেন। এবার 'এলে ইন্ডিয়া'র ফ্যাশন শুটে কভার গার্ল হিসেবে নজর কাড়লেন সারা সেনগুপ্ত। 'উমা'র কীর্তিতে গর্বিত সৃজিত মুখোপাধ্যায় সেই ছবি শেয়ার করে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। আর সেই পোস্টেই প্রশংসার জোয়ার। মা নীলাঞ্জনার কেমন অনুভূতি? জানতে সংবাদ প্রতিদিন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে।
শত ব্যস্ততার মাঝেই ফোনে নীলাঞ্জনার কণ্ঠে একরাশ উচ্ছ্বাস। মেয়েকে নিয়ে জানালেন, "সারা আজ পর্যন্ত যা কিছু অর্জন করেছে, তার জন্য আমি ভীষণ খুশি। সেটা ক্রিশ্চিয়ান ডি'ওর শো হোক বা ল্যাকমে ফ্যাশন উইকে ওর ব়্যাম্পওয়াক, সবকিছু নিজেই করেছে। তাই আজ সারা যেখানে দাঁড়িয়ে তার পুরোটাই ওর কৃতিত্ব। মা হিসেবে আমি ভীষণ গর্বিত ওর জন্য। বাড়ি থেকে দূরে মুম্বইতে একা থাকা, ঘরদোর সব একা হাতে সামলানো সহজ নয়। তবে সারা খুব দক্ষভাবে সবটা সামলাচ্ছে। সকলে যেভাবে ওর পাশে থেকেছেন আর শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আজ আমি ভীষণ ভীষণ গর্বিত সারার জন্য।"
