shono
Advertisement
Mrunal Thakur-Dhanush

সত্যি হল গুঞ্জন! বিয়েটা সেরেই ফেললেন ধনুষ-ম্রুণাল? ছবি ঘিরে শোরগোল নেটপাড়ায়

ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে বর ও কনের সাজে ধনুষ ও ম্রুণালকে। সোনালি পাড়ের সাদা কেরালা কটনের পোশাকে সেজে অভিনেতা। অন্যদিকে কাঞ্জিভরম ও গয়নায় সেজে দেখা যাচ্ছে ম্রুণালকে।
Published By: Arani BhattacharyaPosted: 02:42 PM Jan 24, 2026Updated: 03:49 PM Jan 24, 2026

ভরা বিয়ের মরশুমে গাঁটছড়া বাঁধছেন বিনোদুনিয়ার বহু অভিনেতা অভিনেত্রী। কারও আবার বিয়ের গুঞ্জন তুঙ্গে। এই বিয়ের মরশুমেই বহু তারকাকে ঘিরে চলছে বিয়ের গুঞ্জন। সেই তালিকায় রয়েছেন ধনুষ ও ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur-Dhanush)। গুঞ্জনের মাঝেই এবার তাঁদের বিয়ের ছবি ভাইরাল। আর তারপর থেকেই তুমুল শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। সত্যিই কি তাহলে চুপিসাড়ে বিয়ে করে ফেললেন তাঁরা দু'জন?

Advertisement

ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে বর ও কনের সাজে ধনুষ ও ম্রুণালকে। সোনালি পাড়ের সাদা কেরালা কটনের পোশাকে সেজে অভিনেতা। অন্যদিকে কাঞ্জিভরম ও গয়নায় সেজে দেখা যাচ্ছে ম্রুণালকে। ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণী রীতি মেনে তাঁদের বিয়ে করতে। তাঁদের বিয়ের আসরের সেই ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণী বিনোদুনিয়ার একাধিক তারকাকে উপস্থিত থাকতেও। ছবির ক্যাপশনে বিস্তারিত লেখা, 'চারহাত এক হল ম্রুণাল-ধনুষের। চেন্নাইতে বসেছিল তাঁদের বিয়ের আসর। আত্মীয়-বন্ধু ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে চারহাত এক হয়েছে তাঁদের। যেহেতু বিনোদুনিয়ার এই দুই অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে বহুদিন ধরেই বিয়ের গুঞ্জন চলছে তাই প্রথমে অনেকেই এই ছবি দেখে আশ্বস্ত হয়েছিলেন। পরে সকলেই বুঝতে পারেন ব্যাপারটা ঠিক কী। আসলে তাঁদের এই বিয়ের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত।

উল্লেখ্য, কিছুদিন আগেই হঠাৎই গুঞ্জন শোনা যায় যে মধুমাসেই নাকি চারহাত এক হবে ধনুষ ও ম্রুণালের। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে'তেই নাকি চারহাত এক হবে তাঁদের। এই গুঞ্জনে যদিও জল ঢেলেছেন তাঁরা দু'জনেই। বিয়ের গুঞ্জনের মাঝে একটি পোস্টে ম্রুণাল লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ইঙ্গিতবাহী পোস্টের মাধ্যমেই বিয়ের গুঞ্জনে জল ঢেলেছেন তিনি। বুঝিয়ে দেন যে এই খবর একেবারেই ভুয়ো এবং ভিত্তিহীন। অন্যদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিয়ের বিষয়টি এড়িয়ে গিয়েছেন ধনুষ। তিনি বলেছেন, “এটা একেবারেই ভুয়ো খবর। এর কোনও সত্যতা নেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement