সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীলাঞ্জনা ও যিশু সেনগুপ্তর সংসারে তোলপাড়। তাঁদের মধ্যে নাকি বিচ্ছেদ হচ্ছেই! গুঞ্জন অনুযায়ী, যিশুর জীবনে নতুন নারী আসার কারণেই নাকি নীলাঞ্জনার সঙ্গে অশান্তি! তবে এই নিয়ে দুপক্ষই এখনও পর্যন্ত মুখ খোলেননি। যা রটছে, তা একেবারেই টলিপাড়ার গুঞ্জন। ঠিক এরই মাঝখানে হঠাৎই একটি ছবি পোস্ট করে নীলাঞ্জনা লিখলেন, ''এটাই শেষ ছবি...''
নীলাঞ্জনা তাঁর ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন, তা নীলাঞ্জনার (Nilanjanaa Sengupta) মা অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের। যে ছবিতে দেখা গিয়েছে, মায়ের হাত ধরে রয়েছেন তিনি। নীলাঞ্জনা লিখেছেন, ‘টেকনিক্যালি তোমার সঙ্গে তোলা শেষ ছবি আমার এটা। আমি তোমাকে ভালোবাসি মা। প্রতি জন্মে আমারই মা হয়ে এসো। ৭ মাস হয়ে গেল…।’
গত ফেব্রুয়ারি মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। বয়স হয়েছিল ৭৯। নেটিজেনরা মনে করছেন হয়তো কোনও কারণে মন খারাপ। সেই কারণেই মায়ের স্মৃতিতে ডুব দিয়েছেন নীলাঞ্জনা।
ডিভোর্সের বিষয়ে যিশু-নীলাঞ্জনা দুজনেই চুপ। নীলাঞ্জনা সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও যিশু এক্ষেত্রে এখনও পর্যন্ত কোনওরকম ইঙ্গিতবাহী পোস্ট করেননি। শোনা যাচ্ছে, শিনাল সুর্তির সঙ্গে নাকি নীলাঞ্জনাই পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনেতার কর্মক্ষেত্রে সুবিধের জন্যই বন্ধু হিসেবে তাঁর বাড়িতে জায়গা দিয়েছিলেন তাঁকে। কিন্তু নীলাঞ্জনা নাকি স্বপ্নেও ভাবতে পারেননি যে, সেই বন্ধুর জন্যই তাঁর ঘর ভাঙবে! টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, বন্ধুমহলে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। প্রায় কুড়ি বছরের দাম্পত্য ভাঙার খবরে কষ্ট পেয়েছেন নীলাঞ্জনার বাবাও। মাসখানেক আগেই মা অঞ্জনা ভৌমিককেও হারিয়েছেন তিনি। এমতাবস্থায় এটা যে তাঁর জন্য বড় আঘাত, তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, স্ত্রী-সন্তানদের পাশাপাশি শ্যালিকা চন্দনা ভৌমিকের সঙ্গেও দূরত্ব বাড়িয়েছেন যিশু।