সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু দশকের দাম্পত্যে ভাঙন। মাতৃবিয়োগ। যাবতীয় ঝড়-ঝাপটার পর নীলাঞ্জনা (Nilanjana Sharma) এখন ব্যক্তিগতজীবনে অনেকটাই থিতু। শুক্রবার অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা শর্মার জন্মদিন। দুই মেয়ের সঙ্গে উদযাপন করে তিনি পাড়ি দিলেন প্রয়াগরাজে। শুক্রবার সন্ধ্যায় মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন তিনি। তবে তাঁর এই আধ্যাত্মিক সফর কিন্তু এখানেই শেষ নয়! মহাকুম্ভ (Maha Kumbh 2025) থেকে এরপর সোজা বারাণসীতে চলে যাবেন। মহাশিবরাত্রি পালন করবেন সেখানেই। তারপরই কলকাতায় ফিরবেন প্রযোজক।

আচমকাই এই ঝটিকাসফরের পরিকল্পনা কীভাবে? সংবাদমাধ্যমের কাছে নীলাঞ্জনা শর্মা জানালেন, বিদেশ থেকে তাঁর দাদা এবং জেঠু এসেছেন। এই ট্যুর প্ল্যান তাঁদেরই। এদিকে নীলাঞ্জনারও ইচ্ছে ছিল মহাকুম্ভে যোগ দেওয়ার। তাই তিনিও যোগ দিলেন তাঁদের সঙ্গে। দুই মেয়ে নেই কেন সঙ্গে? এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, সারার মুম্বই যাওয়ার কথা ছিল। তবে ছোটবোন জারার যেহেতু পরীক্ষা চলছে, তাই সারা ওর সঙ্গে রয়ে গিয়েছেন। প্রয়াগরাজে দু’দিন থাকবেন অভিনেত্রী-প্রযোজক। তাঁর ইনস্টাগ্রামেই মিলল প্রয়াগরাজে পৌঁছনোর খবর।
প্রসঙ্গত, গত একটা বছরে নীলাঞ্জনার (Nilanjana Sharma) জীবনে বহু ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। মাতৃহারা হওয়ার পর যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর দু দশকের দাম্পত্য ভাঙার খবরে তোলপাড় হয়ে গিয়েছে বিনোদুনিয়া। দুই মেয়ে সারা, জারাকে আঁকড়ে ধরে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের শেষ দিনে সেটে এসে ‘বস লেডি’ হিসেবে ধরা দিয়েছেন। তবুও ব্যক্তিগত জীবনের শূন্যতা কি আর এত সহজে কাটে? গত বুধবার মায়ের বাৎসরিক কাজ সেরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নীলাঞ্জনা শর্মা। তবে ওই যে মায়ের কাছ থেকেই পাঠ পেয়েছেন, ‘জীবনে ফিরে তাকাতে নেই।’ তাই নিজের মতো করে পথে এগিয়ে চলেছেন। এবার মহাকুম্ভে শান্তির খোঁজে তিনি।