shono
Advertisement
Nusrat Jahan

সম্পর্ক ভাঙার জল্পনার মাঝেই নয়া অবতারে নুসরত, ছবির ক্যাপশনে কীসের ইঙ্গিত?

দেখুন সোশাল মিডিয়ায় কী পোস্ট করেছেন অভিনেত্রী!
Published By: Arani BhattacharyaPosted: 05:31 PM May 31, 2025Updated: 05:31 PM May 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে যশ-নুসরত জুটির সংসার ভাঙনের খবরে তোলপাড় নেটপাড়া। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, পুরনো সম্পর্কের প্রতি যশের অতিরিক্ত টানই নাকি নুসরতের সঙ্গে সম্পর্কে চিড় ধরার অন্যতম কারণ। তবে এই নিয়ে সেভাবে সোচ্চার হয়নি তাঁরা কেউই। সম্প্রতি তাঁদের 'আড়ি' ছবি মুক্তি পেয়েছে। আর সেখানে তাঁদের বরাবরের মতো লাভিডাভি ডুয়ো হিসাবেই দেখা গিয়েছে। এতটুকু প্রকাশ পায়নি তাঁদের ব্যক্তিগত সমস্যার বিষয়। পেশাদারিত্ব বজায় রেখেই সেই ছবির প্রচারে ধরা দিয়েছেন তাঁরা। গুঞ্জনের শুরু যশ ও নুসরতের আলাদা জায়াগায় আলাদাভাবে বেড়াতে যাওয়ার ঘটনা থেকেই। নেটিজেনরা আবিষ্কার করেন যে তাঁরা নাকি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছে। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন যশ। পরে অবশ্য জলের মতো পরিষ্কার হয় বিষয়টা। 

Advertisement

ভাবছেন কেন এতগুলো কথা বলছি? কারণ, 'ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে' এটাই যেন অভিনেত্রী নুসরতের জীবনের মূলমন্ত্র। জীবনে যে কোনও কঠিন পরিস্থিতিতেই তাঁকে দেখা গিয়েছে খুব ঠান্ডা মাথায় সবটা সামলাতে। ঠিক সেভাবেই দ্বিতীয়বার সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝেই সোশাল মিডিয়ায় এক্কেবারে গ্ল্যামারাস লুকে দেখা দিলেন নুসরত। ইনস্টাগ্রামে তাঁর সেই ভিডিওতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে খোশমেজাজে বরাবরের মতোই। পরেছেন ব্রাউন রঙের হাফ ট্রেঞ্চ কোর্ট। খানিকটা রেট্রো লুক। চোখে সানগ্লাস। সঙ্গে মানানসই মেকআপ, হেয়ারস্টাইল। সব মিলিয়ে নুসরতকে লাগছে বেশ। তাঁর সেই ভিডিওর ক্যাপশনে লেখা 'পারফেক্টলি ইমপারফেক্ট'।

বেশ কিছুদিন আগেও যশের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ দেখে যা মনে হত তার সঙ্গেও যেন এই ক্যাপশনের লেখাটি মিলে যায়। পেশাদারিত্ব বজায় রেখে ভাঙাচোরা সম্পর্ককেও সবার সামনে যেভাবে তিনি তুলে ধরেছেন তার সঙ্গে এই ক্যাপশনের মিল রয়েছে।

এর আগেও সম্পর্কের জটিলতায় জর্জরিত হয়েছিলেন নুসরত। প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় কম কটাক্ষের শিকার হননি অভিনেত্রী। পরবর্তীকালে সন্তান ঈশানকে নিয়ে তৈরি হয় যশের সঙ্গে তাঁর সুখের সংসার। কিন্তু তাতেও এবার ভাঙনের আঁচ লেগেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই মুহূর্তে যশ-নুসরত জুটির সংসার ভাঙনের খবরে তোলপাড় নেটপাড়া।
  • সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝেই সোশাল মিডিয়ায় এক্কেবারে গ্ল্যামারাস লুকে দেখা দিলেন নুসরত।
  • ইনস্টাগ্রামে তাঁর সেই ভিডিওতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে খোশমেজাজে বরাবরের মতোই।
Advertisement