সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের আগস্ট মাসেই চারে পা দেবে যশ-নুসরতের ছেলে ঈশান। ইতিমধ্যে স্কুলেও যাওয়া শুরু করেছে সে। পড়াশোনা, খেলাধুলা সবেতেই মন একরত্তির। কতটা শান্ত ঈশান? সেই বিষয়ে মা নুসরত সেভাবে কোনওদিন আলোচনা না করলেও তাঁর সন্তান যে বেশ তড়িৎকর্মা, সেটা এবার বোঝা গেল। কেন? কারণ একরত্তি এই বয়সেই মায়ের জন্য রুটি বানিয়েছে।
বলিউডের পাশাপাশি যে কোনও সিনেইন্ডাস্ট্রির স্টারকিডদের নিয়েই দর্শক-অনুরাগীদের মধ্যে আলাদা কৌতূহল থাকে। টলিউডও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তারকা মা-বাবাদের পাশাপাশি তারাও লাইমলাইটে বিরাজমান। খুদেদের মজার কাণ্ডকারখানা নিয়েও আলোচনার অন্ত নেই। কখনও রাজ-শুভশ্রীর দুই সন্তানের দুষ্টু-মিষ্টি ঝলক দেখে খুশি হন অনুরাগীরা। আবার কখনও বা নুসরতপুত্র ঈশানকে দেখার অপেক্ষায় থাকেন তাঁরা। কাঞ্চনকন্যা কৃষভি আবার সেই তালিকায় নবতম সংযোজন। এবার হেঁশেলে হাতেখড়ি করে যশ-নুসরতের ছেলে ঈশান চর্চার শিরোনামে।
২০২১ সালের আগস্ট মাসে জন্ম হয় ঈশানের। চার বছরেও পা দেয়নি ঈশান! কিন্তু তার আগেই রীতিমতো 'শেফ' হয়ে উঠেছে যশ-নুসরতের ছেলে। পাক্কা রাঁধুনির মতো রুটি বানিয়ে ফেলেছে। তবে তাক লাগিয়ে দিয়েছে রুটির আকারে। সাধারণত রুটি গোল করা নিয়ে অনেক বড়দেরও নাস্তানাবুদ হতে হয়। কিন্তু ঈশান যে রুটি বানিয়েছে, সেটা দিব্যি গোল হয়েছে। আর 'কীর্তিমান' ছেলের সেই রুটিই ইনস্টা স্টোরিতে শেয়ার করে নুসরত জানালেন, তাঁর জন্যই ঈশানের এহেন প্রচেষ্টা। লিখলেন, 'ছেলে যখন মায়ের জন্য রুটি বানায়।'
এর আগে 'আড়ি' রিলিজের প্রচারে নুসরত জানিয়েছিলেন, "ছেলে এখন খুবই ছোট, তবে ঈশানই বাড়িতে রাজত্ব করে। দুষ্টুমি করলে বকাও খায়! আমি সারাদিন কাজের মাঝেই ওঁর খোঁজ খবর নিই। আসলে আমিও হয়তো অন্য বাঙালি মায়ের মতোই হয়ে যাব দিনে দিনে। মায়েদের কাছে তো বাচ্চারা বড় হতেই চায় না। সেই ছোট্টটাই থেকে যায়।"
