shono
Advertisement
Mahira Khan

'কাপুরুষোচিত হামলা', পহেলগাঁও নিয়ে পোস্ট করেও 'ডিলিট' পাকিস্তানি নায়িকা মাহিরার, কার ভয়ে?

কী এমন লিখেছিলেন, যার জন্য পোস্ট মুছতে হল শাহরুখের নায়িকাকে?
Published By: Sandipta BhanjaPosted: 09:53 AM Apr 26, 2025Updated: 09:53 AM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান অভিনীত 'রইস' সিনেমার সুবাদে ভারতে জনপ্রিয়তা পান পাক মুলুকের নায়িকা মাহিরা খান। শোনা যায়, তার পরও ভারতে বেশ কিছু প্রজেক্ট ছিল তাঁর হাতে। তবে পুলওয়ামা কাণ্ডের পর 'কোপ' পড়ে সেসব কাজে! তার পর আর ভারতীয় সিনেদুনিয়ায় প্রতিবেশী দেশের অভিনেত্রীকে দেখা যায়নি। এবার সম্প্রতি পহেলগাঁও কাণ্ডের দিন দুয়েক বাদে শোকবার্তা জ্ঞাপন করে ফের চর্চার শিরোনামে মাহিরা খান।

Advertisement

কাশ্মীরের হামলা নিয়ে পাকিস্তানের দিকে যখন 'জঙ্গি মদতের' অভিযোগ উঠেছে, এমন আবহেই 'কাপুরুষোচিত কাজ' বলে মন্তব্য করেছিলেন পাক নায়িকা। ইনস্টা স্টোরিতে তিনি লিখেছিলেন, 'বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনওরকম হিংসার ঘটনা ঘটানো কাপুরুষোচিত কাজ ছাড়া আর কিছুই নয়! পহেলগাঁও কাণ্ডে যাঁরা ভুক্তভোগী, তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।' শেষে মন ভাঙার ইমোজি জুড়ে দেন। তবে কিছুক্ষণের মধ্যেই সেই শোকবার্তা নিজের সোশাল মিডিয়া থেকে মুছে ফেলেন মাহিরা। তার পর থেকেই নেটপাড়ায় শাহরুখের নায়িকাকে নিয়ে শোরগোল! প্রশ্ন ওঠে, কার ভয়ে নিজের পোস্ট ডিলিট করে দিলেন মাহিরা খান? একাংশ আবার, পাক সরকারের অবস্থানের প্রসঙ্গও উল্লেখ করেছেন এক্ষেত্রে। তাঁদের কথায়, নিজের দেশে চাপের মুখে পড়েই হয়তো বাধ্য হয়েছেন পোস্ট মুছে দিতে! যদিও মাহিরা নিজের পোস্ট মুছে ফেলার পর বিতর্কে জড়িয়ে 'ড্যামেজ কন্ট্রোল' করার চেষ্টা করেননি। কিন্তু ঠিক কী কারণে অভিনেত্রী তাঁর পহেলগাঁও শোকবার্তার পোস্ট ডিলিট করলেন, সেটা এখনও ধোঁয়াশা।

প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। দিনভর গোটা বিশ্ব তোলপাড় হলেও পাক মুলুকের তারকাদের তরফে সেভাবে কাউকে শোকপ্রকাশ করতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই রোষানলে পড়তে হয়েছে তাঁদের। তবে বুধবার বিকেলে ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি অশোক পণ্ডিত পাকিস্তানি তারকাদের চিরতরে ভারতীয় সিনেজগতে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দেওয়ার পর পাক মুলুকের তারকাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শোকবার্তার ভিড়। ফাওয়াদ খানের পাশাপাশি মাওরা হোক্যান, হানিয়া আমির-সহ একাধিক পাক তারকা শোকপ্রকাশ করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শাহরুখ খান অভিনীত 'রইস' সিনেমার সুবাদে ভারতে জনপ্রিয়তা পান পাক মুলুকের নায়িকা মাহিরা খান।
  • সম্প্রতি পহেলগাঁও কাণ্ডের দিন দুয়েক বাদে শোকবার্তা জ্ঞাপন করে ফের চর্চার শিরোনামে মাহিরা খান।
  • পহেলগাঁও নিয়ে পোস্ট করেও 'ডিলিট' পাকিস্তানি নায়িকা মাহিরার।
Advertisement