পলাশ মুছলের (Palash Muchhal) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন স্মৃতির বন্ধুর বিদন্যান মানে। তাঁর বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থা নেবেন বলেই হুঁশিয়ারি দিয়েছিলেন পলাশ। আর এবার বিদন্যানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করলেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে আইনি পদক্ষেপের কথা নিজেই জানালেন পলাশ।
শনিবার সন্ধ্যায় ইনস্টা স্টোরিতে পলাশ লেখেন, "১০ কোটি টাকার মানহানি মামলার নোটিস আমার আইনজীবী শ্রেয়াংশ মিঠারের মাধ্যমে সাংলির বিদন্যান মানের কাছে পাঠানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে আমার চরিত্র এবং সম্মান নষ্টের চেষ্টা করা হয়েছে। যা চূড়ান্ত অবমাননাকর।"
পলাশ মুছলের ইনস্টা স্টোরি
গত বছরের ২৩ নভেম্বর গায়ক পলাশ মুছলের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল ক্রিকেটার স্মৃতি মন্ধানার। কিন্তু সেই বিয়ে আর হয়নি। এর জন্য যে পলাশের লাম্পট্য দায়ী, এমন অভিযোগও উঠেছে। সেই নিয়ে এবার মুখ খুললেন স্মৃতির ছোটবেলার বন্ধু। স্মৃতির বন্ধু বিদন্যান মানে বিয়ের দিন উপস্থিত ছিলেন। ঠিক কী হয়েছিল সাংলি অঞ্চলে মন্ধানাদের বাড়িতে? বিদন্যান বলেন, "আমি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ওকে অন্য এক মহিলার সঙ্গে বিছানায় হাতেনাতে ধরা হয়। সে এক ভয়ানক দৃশ্য! তারপর ভারতের মহিলা দলের ক্রিকেটাররা পলাশকে বেধড়ক মারে।"
এখানেই শেষ নয়। বিদন্যান সিনেমার প্রযোজক। তাঁর থেকে সিনেমা তৈরির নামে ২০২৪ সালে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন পলাশ মুছল। তাঁর সঙ্গে পলাশের পরিচয় করিয়ে দিয়েছিলেন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্দানা। কিন্তু সেখানেও প্রতারণা পলাশের! বিদন্যানের অভিযোগ, "পলাশের মা অমিতা মুছলের সঙ্গে দেখা করি। উনি বলেন সিনেমার বাজেট বেড়ে ১.৫ কোটি হয়েছে। উনি আমাকে আরও ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে বলেন। নাহলে আমি নাকি কিছুই ফেরত পাব না। ওরা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। হুমকিও দেয়।" বিদন্যানের আরও অভিযোগ, "আসলে ওদের গোটা পরিবারটাই জোচ্চোর। আমি তো ভেবেছিলেন পলাশ বিয়ের পর সাংলিতেই সংসার করবে। কিন্তু গোটা ঘটনায় আমি পুরো বোকা হয়েছি।"
পলাশের নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন বিদন্যান। এই সংক্রান্ত সমস্ত মেসেজ ও কথোপকথন তাঁর কাছে রয়েছে বলেই দাবি তাঁর। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন পলাশ। এবার ১০ কোটি টাকার মানহানির মামলাও করলেন তিনি।
