shono
Advertisement
Tollywood

প্রযোজক হওয়ার লোভে কলাকুশলীদের 'পেটে লাথি'! ৪ পরিচালকের বিরুদ্ধে 'খড়্গহস্ত' ফেডারেশন

চেন্নাইয়ে সর্বভারতীয় টেকনিশিয়ানদের আন্দোলন নিয়ে কী জানালেন স্বরূপ বিশ্বাস?
Published By: Sandipta BhanjaPosted: 09:46 AM May 16, 2025Updated: 09:47 AM May 16, 2025

স্টাফ রিপোর্টার: প্রযোজকরা কেউই টলিউডের টেকনিশিয়ানদের বিরোধী নন বলে স্পষ্ট জানিয়ে দিল ফেডারেশন। শুধু তাই নয়, টালিগঞ্জের জনা চার-পাঁচ পরিচালক ব্যক্তিস্বার্থে সাড়ে ছয় হাজার টেকনিশিয়ানের 'পেটে লাথি মেরে' নিজেদের প্রযোজক হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন বলে অভিযোগ কলাকুশলীদের। আর সেই কারণেই নানা কৌশলে, ঘৃণ্য ষড়যন্ত্র করে টেকনিশিয়ানদের ন্যায্য অধিকার নষ্ট করে দিতে চাইছেন ওই গুটিকয় পরিচালক।

Advertisement

ফেডারেশনের সদস্যদের বিস্ফোরক অভিযোগ, রীতিমতো ছক কষে ওই প্রযোজক হওয়ার স্বপ্নে বিভোর পরিচালকরা শুটিংয়ে কম সংখ্যক টেকনিশিয়ান নিচ্ছেন, অতিরিক্ত পরিশ্রম করিয়েও পেমেন্ট কম দিচ্ছেন। তাই প্রযোজকরা নন, টলিউডে বঞ্চনা চালিয়ে যাওয়া হাতে গোনা ৪/৫ জন পরিচালকের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছে টেকনিশিয়ানদের ২৮টি গিল্ডের নির্বাচিত সংগঠন 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'। বস্তুত পরিচালকদের একাংশের বঞ্চনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে টলিউডের ফেডারেশনের পথেই এবার হাঁটতে শুরু করেছে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি। চেন্নাইয়ে সর্বভারতীয় টেকনিশিয়ানদের সভায় অন্যতম প্রধান হিসাবে অংশ নিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও কলাকুশলীদের 'মনের কথা' তুলে ধরেছেন।

তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির আন্দোলন নিয়ে স্বরূপের বার্তা, "এফসিটিডব্লুইআই-এর পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি। আমাদের লক্ষ্য প্রতিটি কর্মীর স্বার্থে ঐক্য ও বৃহত্তর সংহতি গড়ে তোলা এবং সময়োপযোগী ও অপরিহার্য হয়ে ওঠা।” তবে ফেডারেশনের বিরুদ্ধে হাই কোর্টে দায়ের করা পরিচালকদের মামলার শুনানি রয়েছে আগামী ১৯ মে। জনা চারেক পরিচালকের প্রতি ফেডারেশনের সদস্যদের অনড় মনোভাব নিয়ে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার স্বরূপ বলেন, "বিষয়টি বিচারাধীন, তাই কিছু বলা সম্ভব নয়। তবে টেকনিশিয়ানদের বঞ্চনা নিয়ে শুনানিতে আদালতের বিচারপতির প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।" সোশাল মিডিয়ায় এদিন তিনি লিখেছেন, "এআইএফইসি-র সকল সদস্যদের কাছে অনুরোধ করছি, আরও শক্তিশালী, সুসংহত আন্দোলন যাতে গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রতিটি টেকনিশিয়ান এবং কর্মীর অধিকার রক্ষা করতে হবে। মনে রাখতে হবে, সংঘাত নয়, সম্মিলিত সংকল্পের মাধ্যমে পর্দার পিছনে পরিশ্রমকারী প্রতিটি ব্যক্তির মর্যাদা, সম্মান এবং ন্যায়বিচার আদায় করে নিতে হবে।" চেন্নাইয়ে সর্বভারতীয় সভায় উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত জানিয়ে স্বরূপ বলেন, "আমরা এআইএফইসি-র ব্যানারে একযোগে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"

টলিউডে পরিচালক পরমব্রত, অনির্বাণ, সুদেষ্ণা রায় ও সুব্রত সেনদের বিরুদ্ধেই ফেডারেশনের টেকনিশিয়ানদের নানা অভিযোগ। সূত্রের খবর, টেকনিশিয়ানদের সাতটি আঞ্চলিক ফেডারেশনের কর্তারা চলতি মাসের শেষে অথবা জুনের প্রথমে বৈঠকে বসে দেশজুড়ে একই-ফরম্যাটে কাজের সূচি নির্ধারণ হবে। সেক্ষেত্রে টলিউডের ফেডারেশনের যে বড় ভূমিকা থাকবে তা স্বীকার করেছেন তামিল চলচ্চিত্রের কর্তারাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৪ পরিচালকের প্রযোজক হতে চাওয়ায় টেকনিশিয়ানদের বঞ্চনা, বিস্ফোরক অভিযোগ টলিউডে ফেডারেশন কর্তাদের।
  • তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির আন্দোলন নিয়ে স্বরূপের বার্তা, "এফসিটিডব্লুইআই-এর পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি।"
Advertisement