shono
Advertisement
Sidharth-Kiara

'চিরতরে আমাদের জীবন বদলে গেল', কন্যাসন্তান পেয়ে আপ্লুত সিদ্ধার্থ-কিয়ারা

বলিউড তারকাদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সুপারস্টার মা-বাবা।
Published By: Sandipta BhanjaPosted: 02:47 PM Jul 16, 2025Updated: 04:39 PM Jul 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিদ্ধার্থ-কিয়ারার সংসারে লক্ষ্মীর আগমন। মঙ্গলবার রাতেই সুখবর মিলেছিল, কিন্তু এদিন সন্তান হওয়ার খবর নিয়ে সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউই মুখ খোলেননি। বুধবার দুপুরে সব সামলে অবশেষে বলিউডের অন্যতম 'পাওয়ার কাপল' জানালেন, 'চিরতরে আমাদের জীবন বদলে গেল, আমাদের সংসারে কন্যা সন্তান এসেছে'।

Advertisement

গত ১২ জুলাই দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সুখবরের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। শেষমেশ ১৫ জুলাই রাতে তারকাদম্পতির মা-বাবা হওয়ার খবর প্রকাশ্যে এল। তারপর থেকেই অনুরাগীরা সিদ্ধার্থ-কিয়ারার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। বুধবার দুপুরে সোশাল মিডিয়ায় অনুষ্ঠানিকভাবে কন্যাসন্তানের মা-বাবা হওয়ার খবর দিলেন তাঁরা। সেই পোস্টেই বলিউডের সহকর্মী-বন্ধুরা শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। সদ্যোজাত এবং অভিনেত্রী দুজনেই ভালো রয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর। বুধবার বেলা বাড়তেই নাতনিকে দেখার জন্য হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিদ্ধার্থের মা-বাবা। তারকাদম্পতির ঘনিষ্ঠ বন্ধু তথা 'গুরুজন' করণ জোহর ইনস্টাস্টোরিতে লিখেছেন, 'সিদ্ধার্থ-কিয়ারা তোমাদের দু'জনকেই অসংখ্যা শুভেচ্ছা এবং ভালোবাসা। এটা জীবনের সেরা অনুভূতি। আমার বিশ্বাস তোমারা দুজনেই খুব ভালো মা-বাবা হবে।' সিদ্ধার্থের বন্ধু তথা 'হাসি তো ফাসি' সহ-অভিনেত্রী পরিণীতি চোপড়াও শুভেচ্ছা জানিয়েছেন। সামান্থা রুথ প্রভুও সিদ্ধার্থ-কিয়ারার মা-বাবা হওয়ার খবরে খুশিতে ডগমগ।

সুনীল গ্রোভার তারকাদম্পতির পোস্টে লিখেছেন, দারুণ খবর! মা-বাবাকে শুভেচ্ছা। অনন্যা পাণ্ডেও যে আনন্দে আত্মহারা সেটা কমেন্ট বক্সে তাঁর মন্তব্য দেখেই বেশ বোঝা গেল। উল্লেখ্য, সিদ্ধার্থের প্রাক্তন আলিয়া ভাট অবশ্য আগেই খুদে সদস্যের জন্য জামা-কাপড়, খেলনা পাঠিয়েছিলেন কিয়ারা আডবানিকে। সেসময়ে অতীত 'কেচ্ছা' ভুলে আলিয়াকেও ধন্যবাদ জানিয়েছিলেন কিয়ারা। চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসেই মা-বাবা হওয়ার খবর দিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। অন্তঃসত্ত্বা হওয়ায় নাকি 'ডন ৩' ছবির 'রোমা'র চরিত্র বাদ দিয়েছেন তিনি, এহেন জল্পনাও শোনা গিয়েছে। এবছর কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে নজর কেড়েছিলেন অন্তঃসত্ত্বা কিয়ারা। প্রথমবার কোনও ভারতীয় অভিনেত্রী গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়ে এই নতুন রেকর্ড গড়লেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার রাতেই সুখবর মিলেছিল, কিন্তু এদিন সন্তান হওয়ার খবর নিয়ে সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউই মুখ খোলেননি।
  • বুধবার দুপুরে সব সামলে অবশেষে বলিউডের অন্যতম 'পাওয়ার কাপল' জানালেন, 'চিরতরে আমাদের জীবন বদলে গেল, আমাদের সংসারে কন্যা সন্তান এসেছে'।
Advertisement