shono
Advertisement
Paresh Rawal

'সস্তার স্ট্র্যাটেজি! ওয়েব সিরিজগুলিতে এত সেক্স...', কেন গর্জে উঠলেন 'সংস্কারি বাবুভাইয়া' পরেশ রাওয়াল?

কী বলছেন পরেশ রাওয়াল?
Published By: Sandipta BhanjaPosted: 03:55 PM Jul 04, 2025Updated: 03:55 PM Jul 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্মে রগরগে যৌনতার দৃশ্য বর্তমানে প্রায় জলভাত হয়ে দাঁড়িয়েছেন। চিত্রনাট্য কিংবা চরিত্রের গভীরতা বোঝানোর প্রয়োজন না থাকলেও সিরিজগুলিতে ঘনিষ্ঠ দৃশ্যের রমরমা। আর নিষিদ্ধ বিষয়ে দর্শকদেরও বরাবরই আগ্রহ বেশি। ফলত, ওটিটি প্ল্যাটফর্মগুলি বর্তমানে রমরমিয়ে ব্যবসা করছে এহেন কন্টেন্টের দৌলতে। গালিগালাজে ঠাসা চটুল সংলাপ নিয়েও একাধিকবার আপত্তি উঠেছে। আসলে বড়পর্দার মতো সেন্সরের কাঁচির ভয় না থাকায় ওয়েব সিরিজগুলিতেও এসব দৃশ্য অহরহ ছাড় পেয়ে যাচ্ছে। ফলে প্রাপ্তবয়স্ক অনেক সিরিজ পরিবারের সঙ্গে বসে দেখা দায় উঠেছে! এবার সেই প্রেক্ষিতেই গর্জে উঠলেন পরেশ রাওয়াল।

Advertisement

'হেরা ফেরি' ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিতর্কের পর থেকে নিত্যদিনই সংবাদের শিরোনামে পরেশ রাওয়াল। এবার ওয়েব সিরিজের কন্টেন্ট নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করে ফের চর্চায় 'বাবুভাইয়া'। সম্প্রতি এক বলিউড মাধ্যমের সাক্ষাৎকারে পরেশ জানিয়েছেন, "আজকাল তো প্রায় সব সিরিজেই গালিগালাজ থাকে। ভরে ভরে যৌনতার দৃশ্য দেখানো হয়। সেটাও কোনও যুক্তি ছাড়াই। এখন মনে হয়, এটা সস্তার প্রচার কৌশলী ছাড়া আর কিছুই নয়। যাতে দর্শকদের দৃষ্টি আরও আকর্ষণ করা যায়। কিন্তু দর্শকরাও এবারে বিরক্ত হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে নির্মাতারা যদি এসব বন্ধ করার কোনও উপায় না খোঁজেন, তাহলে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।" এখানেই শেষ নয়।

বলিউডের প্রবীণ অভিনেতার সংযোজন, "কন্টেন্ট তো আদতে সমাজের আয়না। আমরা সেটাই দেখাই যেটা বাস্তবে ঘটে। তবে কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটু বোধবুদ্ধি দিয়ে বিচার করা উচিত। সমাজের সবকিছু তো হুবহু দেখানোর প্রয়োজন নেই। কিছু জিনিস উপদেশমূলকভাবেও দেখানো যায় কিংবা ভদ্রভাবেও পরিবেশন করা যায়।" উদাহরণ দিয়ে তিনি বলছেন, "এক মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে এক ব্যক্তি তাঁর বাড়ির সামনে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। শুনে পুলিশ ওই মহিলার বাড়িতে যান কিন্তু কিছু খুঁজে পায়নি। তখন অভিযোগকারিনী বলেন, টুলের উপর দাঁড়িয়ে দেখুন, দেখতে পাবেন। আসলে বিষয়টা হচ্ছে, আপনি যদি অশ্লীলতা দেখতে চান, তাহলে সেটাই খুঁজে পাবেন।" এক্ষেত্রে রুচিবোধ নিয়ে যে তিনি দর্শকদেরও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরেশ জানিয়েছেন, "আজকাল তো প্রায় সব সিরিজেই গালিগালাজ থাকে। ভরে ভরে যৌনতার দৃশ্য দেখানো হয়।"
  • নির্মাতারা যদি এসব বন্ধ করার কোনও উপায় না খোঁজেন, তাহলে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে: পরেশ রাওয়াল।
Advertisement