সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী খুশবু খানের। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার সন্ধে নাগাদ নওশেরা এলাকার এক মাঠে গুলিবিদ্ধ অবস্থায় অভিনেত্রীর দেহ পুলিশ উদ্ধার করেছে। জানা গিয়েছে, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আচমকাই এসে অভিনেত্রীকে গুলি মারে। এই দুই ব্যক্তিই পলাতক। তবে পুলিশের হাতে এসেছে এই দুই ব্যক্তির পরিচয়। জানা গিয়েছে, তাঁদের নাম শওকত এবং ফলক নিয়াজ। অভিনেত্রীর ভাই-ই এই দুই ব্যক্তির নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
খুশবু খান। পাকিস্তানের টেলিপর্দা, সিনেমা এবং নাট্যমঞ্চের বড় তারকা। মূলত, পুস্তুভাষার নাটকে অভিনয়ের জন্য তিনি আলাদা করে জনপ্রিয়। অভিনেত্রীর ভাই জানিয়েছেন, অভিযুক্ত এই দুই ব্যক্তির সঙ্গে এক ইভেন্টে যাওয়া নিয়ে বহুদিন ধরেই বচসা চলছিল খুশবুর। আর তার ফলেই অভিনেত্রীর এমন পরিণতি।
[আরও পড়ুন: আন্তর্জাতিক সমীক্ষায় দূষণমুক্তিতে দ্বিতীয় কলকাতা, নিন্দুকদের তোপ ফিরহাদের]
অভিনেত্রীর ভাইয়ের বয়ানের উপর ভিত্তি করেই পুলিশ তদন্তে নেমেছে। গোটা শহরে খুঁজে দেখা হচ্ছে গা ঢাকা এই দুই অভিযুক্তকে।
[আরও পড়ুন: ‘Kalki 2898 AD’র ট্রেলারে অমিতাভ-প্রভাসদের সঙ্গী শাশ্বত, মহাভারতের ভিতে কল্পবিজ্ঞান!]