shono
Advertisement
Tamayo Perry

মাঝ সমুদ্রে হাঙরের হামলা! প্রাণ গেল 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান' খ্যাত অভিনেতার

বয়স হয়েছিল ৪৯।
Published By: Akash MisraPosted: 05:18 PM Jun 24, 2024Updated: 05:23 PM Jun 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ করতেন সমুদ্রে লাইফগার্ড হিসেবে। তবে পাশাপাশি তিনি ছিলেন হলিউড ছবির অভিনেতাও। যাঁরা জনি ডেপ অভিনীত 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান'- ছবি দেখেছেন, তাঁরা সহজেই মনে করতে পারবেন এই দুষ্টু জলদস্যু অভিনেতা টামায়ো পেরিকে। সেই তামাও পেরিই প্রাণ হারালেন হাঙরের কামড়ে! বয়স হয়েছিল ৪৯।

Advertisement

[আরও পড়ুন: দেশে ‘পলাতক’, বিদেশে ছেলের বিয়েতে খোশমেজাজে ‘ঋণখেলাপি’ বিজয় মালিয়া!]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হাওয়াইয়ের এক সমুদ্র সৈকতে লাইফ গার্ড হিসেবে কাজ করতেন টামায়ো। অভিনয়ের পাশাপাশি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে সার্ফিং করাই ছিল তাঁর নেশা। আর সেই নেশাই কেড়ে নিল প্রাণ।

গত রবিবার সমুদ্রে সার্ফিং করতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই ঘটল বিপদ হঠাৎ করেই একটি হাঙর হামলা করে অভিনেতার উপর। কামড়ে ছিঁড়ে খায়, অভিনেতার শরীর। সূত্রের খবর, বিকেল নাগাদ অভিনেতা টামায়োর ক্ষত-বিক্ষত দেহ পাওয়া যায় ভেসে আসে সৈকতে। পুলিশ জানিয়েছে, অভিনেতাকে সনাক্ত করা কঠিন হয়ে গিয়েছিল।

'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান' ছবি ছাড়াও ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স এঞ্জেলস ২’, ‘হাওয়াই ফাইভ-০’-এ অভিনয় করেছেন। পাশাপাশি একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনেও কাজ করেছিলেন টামায়ো পেরি।

[আরও পড়ুন: প্রযোজনায় ৭ বছর, ‘খাদান’ লুক ফাঁস করে আবেগঘন বার্তা দেবের, রুক্মিণী কী লিখলেন?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ জানিয়েছে, অভিনেতাকে সনাক্ত করা কঠিন হয়ে গিয়েছিল।
Advertisement