সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী কারণে অভিনেতা সইফ আলি খানের উপর হামলা চালাল আততায়ী? ঘটনার চারদিনের মাথায় সে কারণ এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়ে টানা জেরা করছে বান্দ্রা থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, টানা জেরায় কার্যত ভেঙে পড়ে দুষ্কৃতী। নিজে এই কাজ করেছে বলে স্বীকারও করে।
গত ১৬ জানুয়ারি, রাত ১টা ৩৭ মিনিট নাগাদ অভিনেতার বাড়িতে ঢোকে আততায়ী। সংবাদমাধ্যমে সে খবর শুনে আতঙ্কিত হয়ে যায় আততায়ী। পুলিশের হাত থেকে বাঁচতে একাধিক নাম ভাঁড়িয়ে গা ঢাকা দেয়। অবশেষে গোপনসূত্রে পুলিশ খবর পায় 'ছোটো নবাবে'র বান্দ্রার বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে থানের হীরানন্দানি এস্টেটের কাসারভাদাভালিতে রয়েছে মহম্মদ সরিফুল ইসলাম শেহজাদ। একজন ঠিকাদারের মাধ্যমে জানা যায় জঙ্গলে গা ঢাকা দিয়েছে। তড়িঘড়ি অন্তত ১০০ জন পুলশকর্মী সেখানে পৌঁছয়। গোটা এলাকা ঘিরে ফেলে প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালানো হয়। তারপর গ্রেপ্তার হয় আততায়ী। রবিবারই তাকে মুম্বই আদালতে পেশ করা হয়। আপাতত ৫ দিনের পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত।
তদন্তকারীদের দাবি, ধৃত আততায়ী ভারতীয় নয়। আদতে বাংলাদেশের নাগরিক। তার কাছ থেকে উদ্ধার করা বেশ কিছু নথিপত্র কমপক্ষে তেমনই ইঙ্গিত করে। জানা গিয়েছে, ৪-৫ মাস আগে নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিয়ে মুম্বইতে থাকতে শুরু করে অভিযোগ। যদিও ধৃতের আইনজীবীর দাবি, সে বাংলাদেশি নয়। এই দেশেরই নাগরিক। বহু বছর ধরে পরিবারের লোকজনের সঙ্গে মুম্বইতে থাকে সে। তবে কোন উদ্দেশ্যে অভিনেতার উপর হামলা চালাল ধৃত, তা স্পষ্ট নয়।
