shono
Advertisement

করোনা মোকাবিলায় বেনামী ৪ মহিলা যোদ্ধাকে প্রিয়াঙ্কার কুর্নিশ, দিলেন ১ লক্ষ ডলার

কোন ৪ অনামী মহিলার কাজে মুগ্ধ প্রিয়াঙ্কা? জেনে নিন। The post করোনা মোকাবিলায় বেনামী ৪ মহিলা যোদ্ধাকে প্রিয়াঙ্কার কুর্নিশ, দিলেন ১ লক্ষ ডলার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:24 PM Apr 10, 2020Updated: 08:24 PM Apr 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে COVID-19 ভাইরাসের তাণ্ডবে যে ত্রাস তৈরি হয়েছে মানুষের মধ্যে, তাঁর মাঝেই জনমানবের সেবায় নিয়োজিত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের কিছু মহিলারা। না, কোনও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত নন তাঁরা। বরং, নিজেরা স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন দশের সেবায়। আর করোনা মোকাবিলায় নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের সেসব মহিলাদের প্রতি কুর্নিশ জানিয়ে নয়া উদ্যোগ নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই সংকটকালীন পরিস্থিতিতে যাঁদের তৎপরতায় মুগ্ধ হয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তের এরকম কিছু যোদ্ধাদের মধ্যে চার মহিলার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী। তাঁদের প্রত্যেকের কাজে অনুপ্রেরণা জোগানোর জন্য ১ লক্ষ ডলার করে উপহার দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

Advertisement

ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে লাইভ চ্যাটে এই ৪ মহিলা যোদ্ধার নাম ঘোষণা করেছেন পিগি চপস। শুধু তাই নয়, কেন তিনি এই ৪ জনের কাজে মুগ্ধ হয়েছেন, তাঁদের জীবনের গল্প বলার পাশাপাশি সেকথাও জানিয়েছেন লাইভ চ্যাটে। ইনস্টাগ্রামে বিস্তারিত তথ্য দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, “এই কঠিন সময়ে নিঃস্বার্থভাবে মানুষের সহযোগিতা করে যাওয়া এমন অসাধারণ নারীদের মনোনীত করার জন্য সবাইকে ধন্যবাদ। নিজস্ব উদ্যোগে বাস্তবেই তাঁরা সকলের অনুপ্রেরক হয়ে উঠেছেন।”

[আরও পড়ুন: নিজের সংসদীয় এলাকার পুলিশদের পাশে মিমি, খাবারের প্যাকেট বিতরণ সাংসদের]

এই ৪ মহিলার মধ্যে একজন ভারতীয়ও রয়েছেন। যাঁর নাম জয়া। বাকি তিনজন হলেন- জো, জেনি এবং এমিলি। এমিলি সর্বদাই দুস্থদের জন্য কাজ করে। করোনা মোকাবিলায় এমন কঠিন পরিস্থিতিতেও তাঁর অন্যথা হয়নি। পাশাপাশি পরিবারে লোকদের সুরক্ষিত রাখতে নিজে তাঁদের থেকে দূরে থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন এমিলি। এরপরই জো প্রসঙ্গে তিনি বলেন, কীভাবে দিনরাত রোগীদের শুশ্রুষায় তিনি নিজেকে নিয়োজিত করেছেন। এই দুর্দিনে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে বিনামূল্যে যেভাবে N95 মাস্ক বিতরণ করেছেন ভারতীয় মহিলা জয়া, তা উল্লেখ করেও প্রশংসা করেন প্রিয়াঙ্কা। অন্যদিকে, জেনিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ‘ফিডিং হিরোস’ উদ্যোগের জন্য। জেনির এই সংস্থা থেকেই বিভিন্ন জায়গার স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে যায় খাবার। অতঃপর এমন সংকটকালীন পরিস্থিতিতে এই ৪ মহিলার কাজে মুগ্ধ হয়েই প্রিয়াঙ্কা তাঁদের প্রত্যেককে ১ লক্ষ ডলার দেওয়ার কথা ঘোষণা করেছেন।

[আরও পড়ুন: চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাজা, আতঙ্কের মাঝেও স্বস্তিতে মোরানি পরিবার]

The post করোনা মোকাবিলায় বেনামী ৪ মহিলা যোদ্ধাকে প্রিয়াঙ্কার কুর্নিশ, দিলেন ১ লক্ষ ডলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement