shono
Advertisement
Puja Banerjee-Kunal Verma

প্রতারণার শিকার নন, পূজা-কুণালরাই প্রতারক! অভিযোগ প্রযোজক পত্নীর, তুঙ্গে বিতর্ক

কী অভিযোগ এনেছেন ওই প্রযোজক পত্নী?
Published By: Arani BhattacharyaPosted: 02:37 PM Jun 15, 2025Updated: 02:37 PM Jun 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগে খুব কাছের বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার খবর সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা কুণাল বর্মা।বলেছিলেন, "আমাদের সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে।" তারকা দম্পতির এহেন অভিযোগের পর তাঁদের অনুরাগীরা তাঁদের সান্ত্বনা দিয়েছেন। এবার সামনে এল এক বিস্ফোরক দাবি। শনিবার টলিউডের নামী পরিচালক শ্যামসুন্দর দে-র স্ত্রী মালবিকা দে পূজা-কুণালের বিরুদ্ধে এমন এক অভিযোগ আনলেন যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের।

Advertisement

ছবি: ফেসবুক

এমন পোস্টে যাঁরা এতদিন তাঁদের সমর্থন করছিলেন তাঁরাও রীতিমতো চমকে গিয়েছেন। ঠিক কী অভিযোগ এনেছেন ওই প্রযোজক পত্নী? শনিবার সোশাল মিডিয়ায় তিনি তাঁর ব্যাঙ্ক ও ব্যক্তিগত বেশ কিছু নথির ছবি পোস্ট করে দাবি করেছেন, পূজা ও কুণাল প্রতারণার শিকার নন। বরং তাঁরাই নাকি প্রতারক। সঙ্গে বিস্ফোরক  পোস্টে তিনি লিখেছেন, 'নির্যাতন, অপহরণ ও প্রাণনাশের হুমকি, জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জী ও কুনাল বর্মার দ্বারা সংঘটিত এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভগ্নহৃদয়ে আজ আমি একটি মর্মান্তিক ঘটনার কথা শেয়ার করছি। এমন ঘটনা কোনও পরিবারকেই যেন কখনওই সম্মুখীন না হতে হয়। ৩১শে মে, ২০২৫, আমার স্বামী মি. শ্যামসুন্দর দে, যিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট নির্মাতা ও ৬০টিরও বেশি ছবির প্রযোজক, তাঁকে পূজা ব্যানার্জী (ওরফে পূজা বসু), কুনাল বর্মা এবং তাঁদের প্রভাবশালী সহযোগী পীযুষ কোঠারী দ্বারা জোরপূর্বক অপহরণ, আটক ও অর্থ আদায়ের জন্য হুমকি এবং মারধর করা হয়। ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন, শ্যাম যখন গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ পূজা ব্যানার্জী ও তাঁর সঙ্গে থাকা বাকিরা পথরোধ করে এবং তাঁকে একটি অজানা স্থানে জোর করে নিয়ে যায়।'

 

মালবিকা আরও লিখেছেন, 'সেখানে, শ্যামকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। প্রায় ৬৪,০০,০০০ টাকা না দিলে মাদক মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। চরম ভয়ের শিকার শ্যাম ২৩,০০,০০০ টাকা তাঁদের দেয়। যার মধ্যে কলকাতায় পূজার সহকারী মুনমুনের কাছে নগদ অর্থ এবং পূজা ও কুণালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরটিজিএস (RTGS) ট্রান্সফার রয়েছে। আমরা সমস্ত পেমেন্ট রসিদ ও লেনদেনের রেকর্ড নিজেদের কাছে রেখেছি।'

পাশাপাশি মালবিকা আরও অভিযোগ করেছেন, শ্যামসুন্দরের থেকে নাকি পূজা ও কুনাল তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন। একাধিক ব্যক্তিগত তথ্য ও বিভিন্ন পাসওয়ার্ডও নিয়ে নিয়েছিলেন। এখানেই শেষ নয়। মালবিকার আরও অভিযোগ,পূজা ও কুণাল তাঁদের কথামতো বক্তব্য রাখতে জোরও করেন শ্যামসুন্দরকে।এবং সেটা ভিডিও করেও রাখেন। অবশেষে গোয়া এসপির নেতৃত্বে তাঁর স্বামীকে উদ্ধার করা হয়েছে বলেই জানান মালবিকা। শ্যামসুন্দর দে টলিউডের নামি পরিচালকদের মধ্যে একজন। ৬০টির বেশি ছবি তিনি প্রযোজনা করেছেন। সেই তালিকায় রয়েছে 'ব্যোমকেশ ও দূর্গ রহস্য', সোনার পাহাড়'-এর মতো ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাছের বন্ধুর দ্বারা প্রতারণার শিকার হওয়ার খবর সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা কুণাল বর্মা।
  • শনিবার টলিউডের নামি পরিচালক শ্যামসুন্দর দের স্ত্রী মালবিকা দে পূজা ও কুণালের বিরুদ্ধে এমন এক অভিযোগ আনলেন যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের।
  • যারা এতদিন তাঁদের সমর্থন করছিলেন তাঁরাও রীতিমতো চমকে গিয়েছেন।
Advertisement