সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শশী, কুসুম ও কুমুদের জীবন এবার উঠে আসবে বড়পর্দায়। বইয়ের পাতা থেকে রূপোলি পর্দায় এর আগেও উঠে এসেছে বহু গল্প ও উপন্যাস। এবার ঠিক সেভাবেই মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'পুতুলনাচের ইতিকথা' আসছে পর্দায়। পরিচালনায় সুমন মুখোপাধ্যায়। এই ছবি তার স্বপ্নের ছবি। বহুদিন ধরেই এই ছবি তৈরির স্বপ্ন বুনেছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। চলেছে এক দীর্ঘ অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। রবিবাসরীয় সকালে ছবির প্রযোজনা সংস্থার অফিশিয়াল ইনস্টাগ্রামে জানানো হল 'পুতুলনাচের ইতিকথা' মুক্তির দিনক্ষণ।
পরিচালক সুমন মুখোপাধ্যায় দেখেছিলেন তাঁর বাবা অরুণ মুখোপাধ্যায়কে এই উপন্যাসকে মঞ্চে নাট্যরূপ দিতে। সেই থেকেই মনের মধ্যে ইচ্ছা ছিল এই কালজয়ী উপন্যাসকে ছবি বানানোর। রূপোলি পর্দায় তুলে ধরার। তবে সঠিক সময় ও পরিস্থিতির অভাব ও নানা জটিলতার কারণে তা নির্মাণ ও মুক্তির দিনক্ষণ বারবার পিছিয়েছে। এবার সেই অপেক্ষার অবসান। আগামী ১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি 'পুতুলনাচের ইতিকথা'। পর্দায় শশী, কুসুম ও কুমুদকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সাহিত্যপ্রেমী থেকে সিনেপ্রেমীরা। আগেই জানা গিয়েছিল যে, এই ছবিতে স্বাধীনতা পূর্ববর্তী সময়কে তুলে ধরা হবে। চিত্রনাট্যের প্রয়োজনে সামান্য পরিবর্তন আনা হবে গল্পেও।
এদিন প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রামে পোস্ট করা স্বল্প দৈর্ঘ্যের ভিডিওতে ফুটে উঠেছে বইয়ের পাতার শশীর জীবনের ঘটনা। সঙ্গে অন্যান্য চরিত্রগুলিকেও তুলে ধরা হয়েছে একইভাবে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ধোপদুরস্ত শহুরে জীবনের হাতছানি এড়িয়ে গ্রামে ডাক্তারি করার আক্ষেপ কুরে কুরে খায় শশীকে। শুধু তাই নয় তার মনের মধ্যে রয়েছে বিদেশে গিয়ে চিকিৎসা করার ইচ্ছাও। কিন্তু সব ইচ্ছা মনের মধ্যে জমিয়ে রেখেছে সে। ইচ্ছাপূরণ আর হচ্ছে না। গ্রামের ঘেরাটোপে জীবনের রোজনামচার একঘেয়েমি কাটিয়ে উঠতে চায় শশী। এই চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ছবিতে শশী চরিত্রের রয়েছে বিশেষ গুরুত্ব। কুসুম চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে ও কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'বিজয়া' ও 'বিসর্জন' ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন জয়া ও আবির। এছাড়াও ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। উল্লেখ্য, চলতি বছরে ভারতবর্ষ পত্রিকায় 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসটির প্রথম ধারাবাহিক প্রকাশের ৯০ বছর পূর্তি। বড়পর্দায় বাঙালির পছন্দের তালিকার শীর্ষে থাকা প্রিয় উপন্যাস, সেই ধ্রুপদী সাহিত্য কীভাবে ফের মুগ্ধতা ছড়ায় এখন সেটাই দেখার।
