shono
Advertisement
Shah Rukh Khan

শাহরুখের জিভ কেটে আনলে ১ লক্ষ টাকা পুরস্কার! হিন্দু মহাসভার নেত্রীর ঘোষণা ঘিরে বিতর্ক

তিনি শাহরুখের ছবিতে কালি মাখিয়ে জুতোপেটা করেছেন বলেও জানা গিয়েছে।
Published By: Biswadip DeyPosted: 05:43 PM Jan 02, 2026Updated: 06:12 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে মিনি নিলাম থেকে কিনে নেওয়ার পর থেকেই বিতর্ক ঘনিয়েছে শাহরুখ খানকে ঘিরে। কলকাতা নাইট রাইডার্সের মালিককে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। এবার তাঁর জিভ কেটে আনার নিদান দিলেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আগ্রার জেলা সভাপতি মীরা রাঠোর! এনে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

তাঁকে বলতে শোনা গিয়েছে, ''বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের পুড়িয়ে মারা হয়েছে, আর এই লোকটি ওদের কিনে এনে স্থানীয়দের খাওয়াচ্ছেন। আজ আমি ওঁর মুখে কালি মাখিয়ে জুতোপেটা করেছি। আমাদের ভাইদের সঙ্গে এমনটা হলে আমরা কাউকে ছাড়ব না। আমাদের ভাইদের সঙ্গে যা হচ্ছে তা অন্যায়। যে ওঁর জিভ কেটে আমাদের এনে দেবে, তাকে আমরা ১,০০,০০০ টাকা নগদ পুরস্কার দেব।'' তিনি শাহরুখের ছবিতে কালি মাখিয়ে জুতোপেটা করেছেন বলেও জানাচ্ছেন ওই নেত্রী।

শাহরুখ খান সম্পর্কে কটু মন্তব্য মীরাই প্রথম করলেন তা নয়। এর আগেও গল্পকার দেবকী নন্দন ঠাকুর এবং বিজেপি নেতা সঙ্গীত সোম অভিনেতার সমালোচনা করেছিলেন। এমনকী সঙ্গীত সোম তাঁকে দেশদ্রোহী পর্যন্ত আখ্যা দিয়েছিলেন। তবে বিজেপি এবং অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা এখনও এই মন্তব্যগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাননি।

প্রসঙ্গত, এ বছর রেকর্ড ৯.২ কোটি মূল্যে বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু আইপিএল নিলামের পর পরিস্থিতি বদলে গিয়েছে। ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। যা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বিসিসিআইয়ের ভূমিকা নিয়েও। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে বোর্ড কি তারকা পেসারকে আইপিএলে খেলা অনুমতি দেবে? সেই নিয়ে সরকারিভাবে বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের মতে, “এই ইস্যুতে বোর্ড কোনওভাবে হস্তক্ষেপ করবে না। কারণ বিষয়টা বোর্ডের হাতে নেই। বাংলাদেশিরা আইপিএলে খেলতে পারবে না এমন কোনও নির্দেশিকা সরকারের তরফে আসেনি। তাই এই নিয়ে এখনই বোর্ডের পক্ষে আর কিছু বলা সম্ভব নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে মিনি নিলাম থেকে কিনে নেওয়ার পর থেকেই বিতর্ক ঘনিয়েছে শাহরুখ খানকে ঘিরে।
  • এবার তাঁর জিভ কেটে আনার নিদান দিলেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আগ্রার জেলা সভাপতি মীরা রাঠোর!
  • এনে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
Advertisement