সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, আসলের থেকে সুদের আনন্দ বেশি। নিজের সাফল্যে মানুষ যতটা গর্বিত হয়, তার চেয়ে অনেক বেশি গর্ব হয় সন্তানের সাফল্যে। এই গর্বই অনুভব করছেন রাজ চক্রবর্তী। স্কুলের খেলায় 'চ্যাম্পিয়ন' যুবান। পেয়েছে মেডেল। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ। সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন, 'সন্তান, সন্তান, সন্তান।'
ছোটবেলার স্পোর্টস ডে-র আনন্দই আলাদা। সেই আনন্দ যেমন যুবান উপভোগ করছেন, তেমনই রাজ-শুভশ্রী। ছেলের বিশেষ দিনে স্কুলে গিয়েছিলেন তারকা দম্পতি। যুবানের আরও একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন রাজ। যেখানে বান্ধবীদের মাঝে রয়েছে রাজ-পুত্র। 'দেখুন মহিলা মহলে কার জনপ্রিয়তা', এই কথাই লেখা রয়েছে ছবিতে। তবে আসল আনন্দ যুবানের মেডেল প্রাপ্তিতে।
দুই ছেলে-মেয়ে যুবান ও ইয়ালিনীকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। তারকা দম্পতি একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। এখন 'সন্তান' সিনেমার প্রচারে ব্যস্ত রাজ-শুভশ্রী। এসভিএফের প্রযোজনায় তৈরি এই ছবি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। ছবিতে রাজের পরিচালনায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনসূয়া মজুমদার।
সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে ছবি প্রসঙ্গে জানাতে গিয়ে এর রাজ বলেন, "মধ্যবিত্ত পরিবারে বেশিরভাগ সময়েই দেখা যায় ছেলে-মেয়ে কেবল কর্তব্য পালন করছে। কোনও মতে ফোনে অল্প কথা বলা, মাস গেলে একটা খোরপোশ পাঠিয়ে দেওয়া। বাড়তি খেয়াল বা প্রয়োজনের কথা মাথায় না রাখা। এদিকে নিজেদের শপিং, খরচ করে বেড়ানো কিংবা রেস্তরাঁয় যাওয়া সবই বহাল থাকে। এই ছবিতে বাবা যখন দেখে, মায়ের অসুস্থতার জন্য ছেলে দায়িত্ব নিতে রাজি নয়, তখন তাকে উচিত শিক্ষা দিতে উদ্যত হয়। বাঙালির গল্প। তবে প্যানপ্যানে নয়, পারফরম্যান্স নির্ভর।"