shono
Advertisement
Hok Kolorob

'আমি ক্ষুদিরাম চাকী, আমি ঝুলি না, ঝোলাই!', রাজের 'হোক কলরব' সংলাপে তুমুল বিতর্ক

সিনেমার সংলাপে মনীষীকে অসম্মান? নেটভুবনের রোষানলে রাজ চক্রবর্তী।
Published By: Sandipta BhanjaPosted: 09:45 AM Dec 30, 2025Updated: 04:04 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৩ জানুয়ারি বড়পর্দায় আসতে চলেছে রাজ চক্রবর্তীর বহু প্রতীক্ষিত সিনেমা 'হোক কলরব'। এগারো বছর আগে ঠিক যে শব্দবন্ধের জেরে উত্তাল হয়েছিল রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সেই স্লোগানকে হাতিয়ার করেই এবার ছাত্র রাজনীতির গল্প বুনেছেন পরিচালক। সদ্য বড়দিনে মুক্তি পেয়েছে সিনেমার টিজার। সেই ঝলক দর্শক-অনুরাগীদের কৌতূহলের পারদ চড়ালেও টিজারের এক সংলাপ নিয়েব ববর্তমানে নেটভুবনে বিস্তর হইচই। যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীকে।

Advertisement

ঠিক কী হয়েছে? 'হোক কলরব' সিনেমায় পুলিশের উর্দি গায়ে যে সংলাপ আওড়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, তা নিয়েই বর্তমানে সোশাল পাড়ায় দক্ষযজ্ঞ বাঁধার জোগাড়! টিজারের এক দৃশ্যে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনেতাকে বলতে শোনা যায়, "নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!" আর সেই সংলাপ শুনেই প্রতিবাদে মুখর হয়েছেন সভ্য দর্শকমহলের একাংশ। তাঁদের বক্তব্য, 'দেশমাতৃকার জন‍্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় তুলেছিলেন ক্ষুদিরাম বোস। আর সেই বীর বঙ্গমণীষীকে নিয়ে কিনা বাংলা সিনেমাতেই এহেন সংলাপ?' কারও বা প্রশ্ন, 'বাঙালি নিজস্ব শিকড়-সংস্কৃতি ভুলতে বসেছে?' একাংশ আবার রাজনৈতিক মহলের 'মৌনতা' নিয়ে প্রশ্ন ছুড়লেন! কেউ বা ব্যঙ্গাত্মকভাবে বিঁধে বললেন, 'এত জাতীয়তাবাদী ডায়লগ আওড়ানো রাজনৈতিক ব‍্যক্তিত্বদের প্রতিবাদ কোথায়?' কেউ বা আবার শাশ্বতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে 'বেঙ্গল ফাইলস' প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন, 'উনি তো আবার না জেনেই সংলাপ আওড়ান!' সবমিলিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছে 'হোক কলরব'-এর সংশ্লিষ্ট সংলাপ নিয়ে।

সিনেমায় শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম ক্ষুদিরাম চাকী। রাজের পরিচালনায় এর আগেও অভিনেতাকে 'প্রলয়' এবং 'আবার প্রলয়'-এ দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় রগরগে সংলাপ আওড়াতে দেখা গিয়েছে। তবে এবার 'হোক কলরব'-এর ক্ষেত্রে নাম-সংলাপে 'মণীষীযোগ' পেয়েই ক্ষুব্ধ দর্শকমহলের একাংশ। দিন কয়েক আগেই আবার পাইরেসির জ্বালায় সাইবার ক্রাইম শাখার দারস্থ হতে হয়েছিল পরিচালককে। এবার সংলাপের গেরোয় বিতর্কে ছবি! বলাই বাহুল্য, মুক্তির প্রাক্কালে বিতর্কের শিরোনামে নাম লেখাল 'হোক কলরব'।

উল্লেখ্য, শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে এই ছবিতে নজর কেড়েছেন রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ওম সাহানি প্রমুখ। রাজের 'হোক কলরব' ছবিতে যে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে তা টিজারে স্পষ্ট। চলতি বছরের আগস্ট মাসে এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। খবর, সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে এই ছবি। আর নতুন বছরে 'হোক কলরব'ই হতে চলেছে রাজ চক্রবর্তীর প্রথম ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'হোক কলরব' সিনেমায় পুলিশের উর্দি গায়ে যে সংলাপ আওড়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, তা নিয়েই বর্তমানে সোশাল পাড়ায় দক্ষযজ্ঞ বাঁধার জোগাড়!
  • অভিনেতাকে বলতে শোনা যায়, "নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!"
  • আর সেই সংলাপ শুনেই প্রতিবাদে মুখর হয়েছেন সভ্য দর্শকমহলের একাংশ।
Advertisement