shono
Advertisement

Breaking News

Laxmi Elo Ghore

রাজ্যের 'উন্নয়নের পাঁচালি' এবার পর্দায়, ভোটের মুখে রাজ-শুভশ্রীর সিনে মাস্টারস্ট্রোক

Raj, Subhashree's Film: বুধবার নন্দনের স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Published By: Sandipta BhanjaPosted: 04:54 PM Jan 14, 2026Updated: 06:13 PM Jan 14, 2026

'হোক কলরব' বিতর্কের পর ফের পরিচালকের আসনে রাজ চক্রবর্তী। তবে এই সিনেমার অন্যতম চমক হল, দীর্ঘদিন বাদে রাজের ফ্রেমে 'পরিণীতা' শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দেখা পাওয়া। টলিপাড়ার এই পরিচালক-নায়িকা জুটি, যখনই সিনেউপহার নিয়ে এসেছেন দর্শকমহলে বরাবর তাক লাগিয়েছেন। এবারও যে তার ব্যতিক্রম হবে না, হলফ করে বলাই যায়। রাজনৈতিক ঘরানার ছবিতে রাজ্যের উন্নয়ন কাহন ফুটিয়ে তুলেছেন রাজ। আর সেই সিনেমার জন্যেই শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন অঙ্কুশ।

Advertisement

জানা গেল, এই সিনেমার বিষয়বস্তুই আসল ইউএসপি। 'লক্ষ্মী এলো ঘরে' নামের মধ্যেই সেই ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। কীরকম? কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্যের যেসমস্ত প্রকল্প রয়েছে, আমজনতা কীভাবে সেই প্রকল্পগুলি থেকে উপকৃত হচ্ছেন কিংবা সমাজেই বা তার কীরকম প্রভাব পড়ছে? তেমন প্রেক্ষাপটেই গল্প সাজিয়েছেন রাজ চক্রবর্তী। তবে এই ফিচার ফিল্ম নয়, এক ঘণ্টার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে এই বিষয়গুলি ফুটিয়ে তুলবেন বিধায়ক-পরিচালক। সঙ্গে উপরিপাওনা দীর্ঘদিন বাদে শুভশ্রী-অঙ্কুশ জুটি। 

আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে এহেন বিষয়বস্তু নিয়ে শর্টফিল্ম যে রাজ-শুভশ্রীর সিনে মাস্টারস্ট্রোক, তা বলাই বাহুল্য। বাংলায় নির্বাচনের প্রাক্কালে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি যে তৃণমূল কংগ্রেসের পক্ষে জনমত গঠনে অন্যতম ভূমিকা নেবে, তেমনটাই অনুমান ওয়াকিবহালমহলের। জানা গিয়েছে, বুধবার নন্দন-২ প্রেক্ষাগৃহে এই ছবির স্ক্রিনিং রয়েছে। যেখানে উপস্থিত থাকবেন খোদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টলিউডের বিভিন্ন ব্যক্তিত্বরাও আমন্ত্রিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement