সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম পরিচয় জেনে পহেলগাঁওতে গুলি চালায় জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন। এই নৃশংস হামলার প্রতিবাদে ফুঁসছে ভারত। এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। কাশ্মীরের পর্যটন ব্যবসার যাতে কোনও ক্ষতি না হয়, সেই আর্জিও জানান।
পরনে বোরখা। ভিডিও বার্তায় অভিনেত্রী হিন্দু ও মুসলমান একতার কথা বলেন। তিনি বলেন, "আমরা সকলেই এক। আমাদের ভারত থেকে মুসলমানদের কেউ বের করে দিতে পারবে না। ভারত হিন্দুদের যতটা, মুসলমানদেরও ততটা। তাই হিন্দু, মুসলমান করবেন না। শিশুদের মতো আচরণ করবেন না। পরিণতমনস্কের মতো কথা বলুন। ভগবানের উপর আস্থা রাখুন। আমরা ভগবানের সন্তান। সকলকে ভগবান তৈরি করেছেন। তাই তাঁর কতটা দুঃখ হচ্ছে ভাবুন। কেন আপনারা নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে খুন করছেন? আর কত প্রাণ চাই?"
বৈসরনের হামলায় প্রাণ গিয়েছে পর্যটকদের। আর পর্যটন ব্যবসার উপরেই দাঁড়িয়ে কাশ্মীরের অর্থনীতি। স্বাভাবিকভাবে এই ঘটনার পর ভূস্বর্গে বেড়াতে যাওয়ার কথা আর স্বপ্নেও কল্পনা করতে চান না ভ্রমণপিপাসুরা। তাই উপত্যকার অর্থনীতি তলানিতে পৌঁছনো শুধুমাত্র সময়ের অপেক্ষা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। রাখি অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সকলকে কাশ্মীরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বলেন, "আমি আগামী ছুটিতে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করব। আমাদের সকলের দায়িত্ব কাশ্মীরে যাওয়া। আমাদের আগামী ছুটি কাশ্মীরে কাটানোই উচিত। শপথ করছি ভারতের বাইরে কোথাও যাব না। আমি কাশ্মীরেই যাব। আপনিও আমার সঙ্গে যাবেন?"
অভিনেত্রীর আশ্বাস, "পহেলগাঁও জঙ্গি হামলার পরেও যাঁরা কাশ্মীরে যাবেন তাঁদের পাশে রয়েছে গোটা বলিউড। যেমনভাবে সেনা দেশ বাঁচানোর জন্য আত্মত্যাগ করেছেন, তেমন কাশ্মীরিরাও প্রাণ বলি দিয়ে আমাদের বাঁচান। দয়া করে কেউ ভয় পাবেন না। আমরা সকলে যাব কাশ্মীর। আমি যাব আপনাদের সঙ্গে।" রাখির এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল। কেউ কেউ তাঁর পাশে দাঁড়িয়েছেন। তবে খোঁচা দিতেও ছাড়ছেন না অনেকেই।
