সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সম্পূর্ণ হল আলিয়া ভাট ও রণবীর কাপুরের স্বপ্নের বাংলো। জুনিয়র কাপুর দম্পতির ২৫০ কোটির এই বাংলো পুননির্মাণের কাজ চলছিল বহুদিন ধরেই। অবশেষে সেই নির্মাণ শেষে সামনে এসেছে আলিয়া রণবীরের সেই বিলাসবহুল বাংলোর সামনের অংশের ছবি। যা ইতিমধ্যেই বেশ নজর কেড়েছে। কাপুর দম্পতির বিলাসবহুল বাংলোর ঝুলবারান্দা সেজেছে সবুজ গাছগাছালিতে।
উল্লেখ্য, রণবীর-আলিয়ার এই বাংলো মূলত তাঁদের পারিবারিক ঐতিহ্য বহন করে। এই বাংলো রাজ কাপুর ও তাঁর ঘরনি কৃষ্ণা রাজ কাপুরের স্মৃতিবিজড়িত। তাঁদের প্রয়াণের পর এই বাংলোয় থাকতেন ঋষি কাপুর ও নীতু কাপুর। আর এখন সেই বাংলো পুননির্মাণের পর এখানে খুব শিগগিরি যে রণবীর-আলিয়াও সেখানেই থাকবেন বলে শোনা যাচ্ছে। নতুন বাংলোতে গৃহপ্রবেশের সঠিক দিনক্ষণ দেখছেন কাপুরদম্পতি। সেইমতো পূজার্চনা করেই হবে। ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুরের স্মৃতিতে তাঁর নামেই এই বাংলোর নামকরণ করেছেন তাঁরা কৃষ্ণা রাজ কাপুর ম্যানশন।
বান্দ্রায় উত্তরাধিকারসূত্রে কাপুরদের পৈতৃক ভিটে পেয়েছিলেন ঋষি কাপুর এবং নীতু কাপুর। আর সেখানেই বিগত দেড় বছর ধরে তিল তিল করে সুদৃশ্য বিশালাকার বাংলো তৈরি করিয়েছেন রণবীর-আলিয়া। কাপুর ম্যানশনে গৃহপ্রবেশের জন্য তোড়জোড় শুরু করছেন আলিয়া ভাট এবং নীতু কাপুর। প্রসঙ্গত, রণবীর কাপুর হোক বা আলিয়া ভাট, দুজনেই বর্তমানে বেজায় ব্যস্ত। তারকাজুটির বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। কাপুরনন্দন যেখানে ‘রামায়ণ’-এর শুটিং শেষ করে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটে ব্যস্ত সেখানে অভিনেত্রী শুটিংয়ের পাশাপাশি আন্তর্জাতিক ময়দানের কাজেও ছুটছেন দিন কয়েকের ব্যবধানে। আর সেই ব্যস্ত শিডিউলের মাঝেই ঘনঘন মুম্বইয়ের বান্দ্রায় নতুন বাংলোর কাজ দেখতে যাচ্ছিলেন এযাবৎকাল। তবে সেই প্রাসাদোপম বাংলোর কাজ বর্তমানে শেষ। বলিউড মাধ্যম সূত্রে খবর, ছয় তলার এই বিলাসবহুল বাংলোকে একেবারে মনমতো সাজিয়েছেন রণবীর-আলিয়া। অন্দরমহলের সাজসজ্জা দেখলেও নাকি চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, ২৫০ কোটির এই বাংলোর অর্ধেকটা নাকি মেয়ে রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করিয়েছেন রণবীর-আলিয়া। আর বাকিটা ঋষি কাপুরের কথামতো নীতু কাপুরের নামে রাখা হয়েছে।
