shono
Advertisement
Ranbir Alia

'কেউ পাত্তা দিচ্ছে না', রণবীরের চুমুতে বুঁদ আলিয়া, মা-বাবার রোম্যান্স দেখে গাল ফোলাল মিষ্টি রাহা

বছর দুয়েকের খুদে মন কাড়ল নেটপাড়ার।
Published By: Sandipta BhanjaPosted: 12:37 PM Jan 03, 2025Updated: 12:39 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই রণবীর-আলিয়ার ভালোবাসার জোয়ার। স্ত্রী আলিয়া ভাটকে বাহুডোরে বেঁধেই ২০২৫ সালকে স্বাগত জানালেন রণবীর কাপুর। থাইল্যান্ডে সপরিবারে বর্ষবরণের সেলিব্রেশনে মেতেছিলেন তারকা দম্পতি। আর সেখানেই মা-বাবার রোম্যান্স দেখে গাল ফোলাল খুদে রাহা!

Advertisement

নতুন বছর উদযাপনের রেশ কাটিয়ে বৃহস্পতিবার একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন আলিয়া ভাট। সেখানেই দেখা গেল রণবীরের সঙ্গে তাঁর প্রেমময় মুহূর্ত। তবে সেই ফ্রেমে আলিয়া-রণবীরের রোম্যান্সের থেকেও নজর কাড়ল মেয়ে রাহার প্রতিক্রিয়া। দু বছর বয়সি খুদের অভিব্যক্তি দেখে নেটপাড়ায় হাসির রোল! মা-বাবা যখন চুমুতে ব্যস্ত তখন রাহা গাল ফুলিয়ে বসে রয়েছে মধ্যমণি হয়ে। সেলেবদের বর্ষবরণের ছবির তালিকায় বর্তমানে চর্চায় রাহা কাপুর। এককথায়, সকলের মন জয় করে নিয়েছে রণবীর-আলিয়া কন্যা। নেটপাড়ার একাংশের কথায়, 'আহারে বেচারি! কেউ পাত্তা দিচ্ছে না ভাবখানা এমন।' কেউ লিখলেন, 'রাহা, কী মিষ্টি!' ২ জানুয়ারি আলিয়া ভাট বাপের বাড়ির সদস্যদের নিয়ে এবং শাশুড়ি নীতু কাপুর, ননদ রিধিমা কাপুরকে নিয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। সেখান থেকেই উদযাপনের মিষ্টি সব মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রীর ক্যাপশনে লেখা- '২০২৫: যেখানে ভালোবাসা পথ খুঁজে পায় এবং বাকিটা শুধু সময়ই বলে দেয়! হ্যাপি নিউ ইয়ার সকলকে।'

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গেল, মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট, ননদ রিধিমা কাপুর, শাশুড়ি নীতু কাপুরকে নিয়ে বর্ষবরণের রাতে আনন্দে মেতেছেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন রণবীর-আলিয়ার প্রিয় বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়, রোহিত ধাওয়ানও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ত্রী আলিয়া ভাটকে বাহুডোরে বেঁধেই ২০২৫ সালকে স্বাগত জানালেন রণবীর কাপুর।
  • থাইল্যান্ডে সপরিবারে বর্ষবরণের সেলিব্রেশনে মেতেছিলেন তারকা দম্পতি।
  • আর সেখানেই মা-বাবার রোম্যান্স দেখে গাল ফোলাল খুদে রাহা!
Advertisement